Girl Child: কন্যাসন্তান জন্মালেই এই সংস্থা দেবে ১১ হাজার টাকা। আবেদন পদ্ধতি জেনে নিন

ভারতের বিভিন্ন প্রান্তে নারী-পুরুষের সমানাধিকার এবং সমাজে নারীদের সমমর্যাদা প্রদানের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যগুলির রাজ্য সরকার এবং নানাবিধ বেসরকারি প্রতিষ্ঠানের তরফে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আর নারী উন্নয়নের খাতিরে কার্যকরী এই সমস্ত উদ্যোগের তালিকায় নতুন করে নিজের জায়গা করে নিয়েছে জেনেক্স নামক এক সংস্থার তরফে কার্যকরী এক নতুন কার্যক্রম। এই কার্যক্রমে জেনেক্সের তরফে ভারতীয় নাগরিকদের জানানো হয়েছে যে, কন্যাসন্তান (Girl Child) জন্মালেই জেনেক্সের তরফে ১১ হাজার টাকার ফিক্সড ডিপোজিট দেওয়া হবে ওই কন্যাসন্তানকে। আর তাতেই এই নতুন কার্যক্রমটি নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে।
নাগরিকদের এই সমস্ত প্রশ্নের উত্তরে বলতে হয় যে, বাল বিকাশ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতেই জেনেক্সের তরফে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংস্থার তরফে আরও জানানো হয়েছে যে, এই যোজনার অধীনে যেসমস্ত কন্যাসন্তানের (Girl Child) নাম নথিভুক্ত থাকবে তাদের ১৮ বছর বয়স হলেই তারা এই ফিক্সড ডিপোজিটের টাকা নিজেদের পড়াশোনা অথবা ব্যবসা কিংবা বিয়ের জন্য কাজে লাগাতে পারবেন। তবে এক্ষেত্রে সবথেকে আকর্ষণীয় বিষয়টি হলো, এই যোজনার অধীনে নাম অধিভুক্ত করার ক্ষেত্রে কন্যাসন্তানের পিতা-মাতা অথবা অভিভাবক কোনোরকম চার্জ দিতে হবে না।
তবে অন্য যেকোনো কার্যক্রমের মতোই জেনেক্সের তরফে কার্যকরী এই কার্যক্রমের অধীনে নিজের কন্যাসন্তানের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আপনাকে বেশ কতোগুলি ধাপ অনুসরণ করতে হবে। আর এগুলি হলো:-
১. এক্ষেত্রে আপনাকে প্রথমেই জেনেক্সের অফিসিয়াল ওয়েবসাইট https://www.genexchild.com/ -এ যেতে হবে।
২. পরবর্তীতে উক্ত ওয়েবসাইটের হোম পেইজে থাকা Register অপশনে ক্লিক করতে হবে। Register অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ আসবে তাতে আপনাকে কন্যাসন্তানের মায়ের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং Next অপশনে ক্লিক করতে হবে।
আবেদন করুন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায়। আপনার ব্যাবসার ভার বহন করবে সরকার।
৩. Next অপশন ক্লিক করলে আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে। ওই OTP টি সঠিকভাবে লিখে Submit বাটনে ক্লিক করুন। এরপর আপনাকে কন্যাসন্তানের পিতার সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
৪. সবশেষে Rs. 11000 Fixed Deposit for Girl child অপশনে ক্লিক করতে হবে এবং কন্যাসন্তানের মা যে হাসপাতালে ভর্তি রয়েছেন কিংবা ভর্তি ছিলেন সেই হাসপাতাল সম্পর্কিত সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে Submit অপশনে ক্লিক করার মাধ্যমে ফর্ম পূরণের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. কন্যাসন্তানের পিতা, মাতা অথবা অভিভাবকের আধার নম্বর।
২. কন্যাসন্তানের মাতার সদ্যতোলা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।
৩. ইমেইল অ্যাড্রেস।
৪. মোবাইল নম্বর।
৫. সদ্যোজাত কন্যাসন্তানের জন্ম সার্টিফিকেট এবং ছবি।