নতুন অর্থবর্ষের শুরুতেই রাজ্য সরকারের তরফে সমগ্র পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য নানাবিধ প্রকল্প থেকে শুরু করে যোজনার আওতায় অনুদান প্রদানের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। আর ইতিমধ্যেই রাজ্যের গৃহলক্ষ্মীদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান বিতরণের পাশাপাশি নবান্নের তরফে কৃষকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, আগামী দিনে খুব শীঘ্রই কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অনুদান পাবেন (Krishak Bandhu Next Installment)। তবে আগামী দিনে কবে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অনুদান পাওয়া যাবে তা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকদের মধ্যে নানাধরনের প্রশ্ন উঠেছে। ফলত আজ আমরা এই পোস্টে কৃষকদের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছি।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকারের তরফে কৃষকদের আর্থিকভাবে সহায়তা প্রদানের জন্য কৃষক বন্ধু প্রকল্প কার্যকর করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় কৃষকরা রবি মরশুম এবং খারিফ মরশুমের সময়ে অর্থাৎ ১ বছরে ২ বার অনুদান পেয়ে থাকেন। এক্ষেত্রে কৃষকদের ৪০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়ে থাকে। তবে একজন কৃষক কতো টাকা অনুদান পাবেন তা সম্পূর্ণভাবে নির্ভর করছে উক্ত কৃষকের জমির পরিমাণের উপর। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রকল্পের আওতায় খারিফ মরশুমের টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয় (Krishak Bandhu Next Installment)। অন্যদিকে, অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মরশুমের টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়ে থাকে।
বিভিন্ন সূত্রে প্রকাশিত তথ্য অনুসারে গিয়েছে যে, ২০২২ সালে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় খারিফ মরশুমে টাকা দেওয়ার প্রক্রিয়া জুন মাসে শুরু করা হয়েছিল। কিন্তু চলতি বছরে সেই সময় রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটের আয়োজন করা হবে। আর তাতেই চলতি বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এমনটাই দাবি করা হয়েছে সংশ্লিষ্ট মহলের কর্তা ব্যক্তিদের তরফে। বিভিন্ন সূত্র দাবি করা হয়েছে যে, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের অনুদান প্রদানের বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরের কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। এমনকী কৃষক বন্ধু প্রকল্পের আওতাধীন কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
এবার সকল প্রকল্পের টাকা পেতে সকলকে করতে হবে এই কাজ। নতুন নির্দেশ নবান্নের
আর এই সমস্ত বিষয়গুলির দিকে নজর রেখেই ওয়াকিবহাল মহলের কর্তাব্যক্তিদের তরফে দাবী করা হয়েছে যে, রাজ্য সরকারের তরফে আগামী মে মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অনুদান প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যদিও আগামী দিনে কবে কৃষক বন্ধু প্রকল্পের আওতাধীন কৃষকরা অনুদান পেতে চলেছেন তা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য প্রকাশ্যে আনা হয়নি রাজ্য সরকারের তরফে। তবে আগামী দিনে যতো দ্রুত সম্ভব এ বিষয়ক তথ্য প্রকাশ করা হবে রাজ্য সরকারের তরফে, এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে প্রকাশিত রিপোর্টে। আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অনুদান পেয়ে থাকেন তবে আজই কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনার পেমেন্ট স্ট্যাটাস চেক করে দেখুন তাতে কোনো পরিবর্তন হয়েছে কিনা।