Ration – রেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। কমে গেল ফ্রী রেশনের পরিমাণ

করোনা মহামারির কারণে সাধারণ মানুষের সুবিধার দিকটি মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফে বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে রেশন (Ration) দেওয়ার ব্যবস্থা কার্যকর করা হয়েছিলো। আর তাতেই সমগ্র ভারত তথা সমস্ত রাজ্যগুলির মানুষও তাদের ক্যাটাগরি অনুসারে বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য পেয়ে থাকেন। কিছুদিন পূর্বে কেন্দ্রীয় সরকারের সমগ্র ভারতের নাগরিকদের জন্য ঘোষণা করা হয়েছিলো যে, আগামী ১ বছর ধরে নাগরিকদের সম্পূর্ণ বিনামূল্যে খাদ্যদ্রব্য প্রদান করা হবে। আর এবারে আরও এক নির্দেশিকার মাধ্যমে রাজ্যের সাধারণ নাগরিকদের জন্য এক নতুন নির্দেশিকা প্রকাশ্যে আনা হয়েছে।
এই নতুন নির্দেশিকার মাধ্যমে রাজ্য সরকারের তরফে সমগ্র রাজ্যের নাগরিকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, আগামী দিনে ভারতীয় নাগরিকরা আগের চেয়েও কম পরিমাণ রেশন (Ration) পাবেন। আজ্ঞে হ্যাঁ, এমনটাই জানানো হয়েছে তেলেঙ্গানা সরকারের তরফে প্রকাশিত এক নির্দেশিকার মাধ্যমে। তেলেঙ্গানা সরকারের তরফে জানানো হয়েছে যে, রাজ্যের সমস্ত রেশন কার্ডধারী ব্যক্তিরা আগের তুলনায় কার্ড পিছু ১ কেজি করে চাল কম পাবেন। তেলেঙ্গানা সরকারের তরফে সমগ্র রাজ্যের নাগরিকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, আগামী সপ্তাহ থেকেই এই নতুন নিয়ম অনুসারে নাগরিকদের চাল দেওয়া হবে। যদিও কেনো রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সম্পর্কে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তেলেঙ্গানা সরকারের তরফে।
তবে শুধুমাত্র তেলেঙ্গানা সরকার নয়, রেশন সংক্রান্ত দুর্নীতি বন্ধ করতে হরিয়ানার রাজ্য সরকারের তরফেও এক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। হরিয়ানা সরকারের তরফে জারি করা এই বিজ্ঞপ্তিতে সমগ্র রাজ্যের নাগরিকদের জন্য নতুন টোল ফ্রি নম্বর কার্যকর করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে রেশন কার্ড থেকে নাম বাদ পড়ার কারণে রাজ্যের নাগরিকদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। আর তাই এই সমস্যার সমাধান করার জন্য রাজ্য সরকারের তরফে নতুন দুটি টোল ফ্রি নাম্বার জারি করা হয়েছে। এই নম্বর দুটি হলো ১৯৬৭ এবং ১৮০০১৮০২৮৭।
স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন জানান অনলাইনে, রইলো বিস্তারিত পদ্ধতি।
হরিয়ানার নাগরিকরা এই দুটি টোল ফ্রি নম্বরে ফোন করে নিজেদের সমস্যা, অভিযোগ জানাতে পারবেন। এই টোল ফ্রি নাম্বারে ফোন করে নিজেদের সমস্যা থেকে শুরু করে সমস্ত রকম অভিযোগ জানাতে পারবেন রাজ্যের নাগরিকরা, এমনটাই জানানো হয়েছে হরিয়ানা সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকায়। ইতিমধ্যেই রেশন সংক্রান্ত দুর্নীতি বন্ধ করার জন্য বিভিন্ন রাজ্যগুলির রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের তরফে নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে।