ভারতজুড়ে চলতে থাকা অর্থনৈতিকভাবে টালমাটাল পরিস্থিতিতে ভারতীয় পোস্ট অফিস বরাবরই চাকরিপ্রার্থীদের জন্য আশার আলো নিয়ে এসেছে। আর এবারে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের (India Post Payment Bank) তরফে চাকরিপ্রার্থীদের জন্য এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আজ আমরা এই পোস্টে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি।
(ক) পদের নাম:- জুনিয়র অ্যাসোসিয়েট
শূন্যপদের সংখ্যা:- অফিসিয়াল নোটিফিকেশনে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, এক্ষেত্রে ১৫ টি শূন্যপদ রয়েছে।
(খ) পদের নাম:- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
শূন্যপদের সংখ্যা:- এক্ষেত্রে ১০ টি শূন্যপদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
(গ) পদের নাম:- ম্যানেজার
শূন্যপদের সংখ্যা:- অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য জানানো হয়েছে যে, এক্ষেত্রে ৯ টি শূন্যপদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
(ঘ) পদের নাম:- সিনিয়র ম্যানেজার
শূন্যপদের সংখ্যা:- উপরোক্ত পদের ক্ষেত্রে ৫ টি শূন্যপদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
(ঙ) পদের নাম:- চিফ ম্যানেজার
শূন্যপদের সংখ্যা:- অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে যে, ২ টি শূন্যপদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা:-
১. উপরোক্ত শূন্যপদগুলির অধীনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই স্নাতক স্তরে উত্তীর্ণ হতে হবে।
২. তবে এক্ষেত্রে ব্যাচেলর অফ সায়েন্স/ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ব্যাচেলর অফ টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স/ BCA/ MCA -এর মতো কিছু বিশেষ কোর্সের অধীনে যেসমস্ত ছাত্র-ছাত্রীরা তাদের স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩. শুধুমাত্র ভারতীয় পোস্টে কর্মরত কর্মীরাই আবেদন জানাতে পারবেন।
৪. উপরোক্ত শূন্যপদগুলির অধীনে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ৫৫ বছরের থেকে কম হতে হবে।
৫. এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের নির্দিষ্ট সময়ের চাকরির অভিজ্ঞতা থাকা প্রয়োজন, তবেই চাকরিপ্রার্থীরা উপরোক্ত শূন্যপদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে, জুনিয়র অ্যাসোসিয়েট-এর পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা, ম্যানেজারের পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা, সিনিয়র ম্যানেজারের পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ৯ বছরের অভিজ্ঞতা এবং চিফ ম্যানেজারের পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ১১ বছরের অভিজ্ঞতা আবশ্যিক নতুবা চাকরিপ্রার্থীরা কোনোভাবেই উপরোক্ত শূন্যপদগুলির জন্য আবেদন জানাতে পারবেন না।
আবেদনের প্রক্রিয়া:- উপরোক্ত শূন্যপদগুলির জন্য আপনারা বাড়িতে বসেই আবেদন জানাতে পারবেন। এর জন্য আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখিত ইমেইল অ্যাড্রেস careers@ippbonline.in -এ নিজের সিভি এবং স্বাক্ষর সহ আবেদনপত্রের স্ক্যানড কপি মেইল করতে হবে।
আবেদনের সময়সীমা:- ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া কার্যকর থাকবে।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link