আজ ২৬শে জানুয়ারি আজ প্রজাতন্ত্র দিবস এবং একই সঙ্গে সরস্বতী পুজাও। বেশ কিছুদিন ধরে বেশ কিছু নিউজ মাধ্যমে উঠে এসেছে আগামীকাল অর্থাৎ ২৭শে জানুয়ারি এক্সট্রা ছুটি (Holiday) পেতে চলেছেন সরকারি কর্মী সহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা। সরকারি নিয়ম অনুযায়ী, যদি একইদিনে দুটি অনুষ্ঠান পরে গিয়ে থাকে তবে সরকারি কর্মী সহ সকলে একটা এক্সট্রা ছুটি পেতে পাবে।
এই বিষয়টি মাথায় রেখেই বেশ কিছুদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম ২৭ তারিখে সরকারি ছুটি হতে পারে বলে জানিয়েছেন। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনোরকম নোটিশ দিয়ে একথা জানানো হয়নি। অর্থাৎ এখনও পর্যন্ত সরকারি ভাবে আগামীকাল সমস্ত কিছু খোলা থাকবে এবং নিজের মতনই চলবে। যদি এই পোস্টটি পোস্ট হবার পর নোটিশ দেওয়া হয়ে থাকে তবে আপনাদের পোস্টের মাধ্যমে আপডেট করা হবে।
তবে কি আগামীকাল ছুটি (Holiday) হতে চলেছে না সমস্ত কিছু নিজের মতনই খোলা থাকতে চলেছে? এর উত্তরে বলা যায়, সরকারি ভাবে যেহেতু কোনো নোটিশ প্রকাশিত হয়নি তাই এখনও পর্যন্ত সরকারি ভাবে আগামীকাল কোনোরকম ছুটি নেই বলেই ধরে নেওয়া হচ্ছে। কিন্তু আগামীকাল কিছু সরকারি কর্মী সংগঠনগণ ছুটির ডাক দিয়েছেন। এবং কলকাতা হাইকোর্টও তাদের অনুমতি দিয়েছে। ফলে আগামীকাল অর্থাৎ ২৭শে জানুয়ারি অনেকেই এই গনছুটি পালন করে ডিএ আন্দোলনে যুক্ত হতে পারে।
আপনি যদি সরকারি কর্মী হন বা স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী হয়ে থাকেন তবে আপনাদের আগামীকাল প্রতিদিনের মতনই নিজস্ব কাজে যেতে হবে। ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে যে খবর ছড়িয়েছে সেই খবরকে এখনও পর্যন্ত সরকারি ভাবে সম্মতি দেওয়া হয়নি।