কার প্লানে বেশি লাভ জানতে হলে পড়ুন বিস্তারিত।
দেশের প্রতিটি টেলিকম সংস্থাই নিয়ে এলো ধামাকাধার প্ল্যান। সময়ের সাথে সাথে টেলিকম সংস্থাগুলি তাদের দাম বাড়াচ্ছে। কিন্তু ফোন ছাড়া চলার কথা কেউ ভাবতেও পারবেনা। ৪ জি ছাড়িয়ে ৫ জি এসেছে এখন। তার জন্য রিচার্জের আলাদা খরচা করতে হচ্ছে অবশ্য।
সরকারি সংস্থা BSNL এর প্যাকগুলি অনেক সস্তায় হয় ঠিকই কিন্তু তাদের পরিষেবা একদমই ভালো নয়। বিশেষ করে গ্রামে তাদের নিরবিচ্ছিন্ন পরিষেবা পাওয়া যায়না। তাদের এখন ৪ জি পর্যন্ত আসেনি। ২০০ টাকার নীচেই সম্পূর্ণ প্যাকেজ নিয়ে উপস্থিত হয়েছে অন্য কোম্পানিগুলো।
এয়ারটেল- ১৯৯ টাকার প্ল্যান: এতে ৩০ দিনের বৈধতায় ৩ জিবি ডেটা। যেকোনো সিম কোম্পানিতেই আনলিমিটেড কলিং, ৩০০টি এসএমএস এবং ৫ টাকার টকটাইম পাওয়া যাবে।
শুধুমাত্র তাই নয় এই সময় বিভিন রকমের সাবস্ক্রিপশন ও ফ্রী দেয় সংস্থাগুলি যেমন উইংক ফ্রী মিউজিক।
জিও- ১৯৯ টাকাতে জিও ২৩ দিন আনলিমিটেড কল এবং তার সাথে দেড় জিবি ডাটা দেবেন ফ্রীতে প্রতিদিন। ১০০ টি এসএমস ও ফ্রী। এর সাথে জিওর ক্লাউডের জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউড এ সম্পূর্ণ ফ্রী অ্যাক্সেস পাবেন।
ভোডাফোন আইডিয়া- এখানে মাত্র ১৮ দিনের বৈধতা থাকবে। যাতে ১জিবি ডাটা ও আনলিমিটেড কল পাওয়া যায় যেকোনো নেটওয়ার্কে। ২জিবি নেটওয়ার্ক পাওয়া যায় প্রতিদিন ৩ দিন। এখানে VI movies দেখা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
জিও এর মধ্যে সবথেকে লাভজনক। তারা সারাবছরে সবথেকে বেশি প্ল্যানে আপডেট আনে।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link