সমগ্র ভারতের টেলিকম কোম্পানিগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি টেলিকম কোম্পানি হলো রিলায়েন্স জিও। রিলায়েন্স জিওর তরফে বরাবরই তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের রিচার্জ প্যাক (Jio Cheapest Plan), ভাউচার, অফার লঞ্চ করা হয়ে থাকে। তবে এবার তবে তাদের গ্রাহকদের জন্য এমন একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে গ্রাহকরা ১৫০ টাকার চেয়েও কম মূল্যে পেয়ে যেতে চলেছেন আনলিমিটেড কল, ডেইলি ডেটা এবং দৈনিক এসএমএসের সুবিধা।
চলুন তবে রিলায়েন্স জিওর এই নতুন রিচার্জ প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক (Jio Cheapest Plan)
জিওর ১৪৯ টাকার রিচার্জ প্ল্যান:-
রিলায়েন্স জিওর তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, জিওর পক্ষ থেকে কার্যকরী এই ১৪৯ টাকার রিচার্জ প্ল্যানে আপনারা পেয়ে যেতে চলেছেন যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা। এছাড়াও এই রিচার্জ প্ল্যানটিতে আপনারা পেয়ে যাবেন দৈনিক ১০০টি এসএমএস এবং ১ জিবি করে ডেটার সুবিধা।
তবে এখানেই শেষ না, জিওর অন্যান্য রিচার্জ প্ল্যানের মতোই এই রিচার্জ প্ল্যানের অধীনেও আপনারা পেয়ে যেতে চলেছেন জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউড -এর মতো সমস্ত জিও অ্যাপগুলির সম্পূর্ণ বিনামূল্যের সাবস্ক্রিপশন। আর এই সমস্ত সুবিধা গ্রাহকরা পেয়ে যেতে চলেছেন সম্পূর্ণ ২০ দিনের জন্য। সুতরাং, আপনি যদি কম মূল্যে আনলিমিটেড কল, ডেইলি ডেটা, এসএমএস-এর মতো বিভিন্ন ধরনের সুবিধা পেতে চান রিলাইন্স জিওর এই নতুন রিচার্জ প্ল্যানটি আপনার জন্য একেবারে পারফেক্ট।
আবেদন করুন কেন্দ্র সরকারের তারবন্দি যোজনায় এবং পেয়ে যান সর্বোচ্চ ৪০,০০০ টাকা
দেশের বিভিন্ন উল্লেখযোগ্য শহর গুলিতে ইতিমধ্যে 5G ইন্টারনেট পরিষেবা কার্যকর করার মাধ্যমে গ্রাহকদের মন জিতে নিয়েছে রিলায়েন্স জিও। আর এর পাশাপাশি এবারে এই নতুন রিচার্জ প্ল্যান কার্যকরী করায় গ্রাহকদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। অন্যদিকে, এয়ারটেলে রিচার্জ প্ল্যান-এর দাম বাড়ানো হলেও জিওর তরফে এখনো পর্যন্ত তাদের রিচার্জ প্ল্যান-এর মূল্যবৃদ্ধি করা হয়নি। ফলত একদিকে যেমন নতুন নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করার মাধ্যমে গ্রাহকদের মন জিতেছে জিও, অন্যদিকে ঠিক তেমনভাবেই অত্যন্ত সস্তায় বিভিন্ন ধরনের পরিষেবা গ্রাহকদের প্রদানের মাধ্যমে গ্রাহকদের মধ্যে অন্যতম জনপ্রিয় টেলিকম কোম্পানি হয়ে উঠেছে রিলায়েন্স জিও।