ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য টেলিকম কোম্পানি রিলায়েন্স জিওর তরফে বরাবরই গ্রাহকদের পছন্দ অনুসারে বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়ে থাকে। আর এবারে নতুন বছরের একেবারে শুরুতেই রিলায়েন্স জিওর তরফে আরো একবার এমন কতোগুলি রিচার্জ প্ল্যান (Jio Cheapest Plans) লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে গ্রাহকরা মাত্র ২০০ টাকার চেয়েও কম মূল্যে আনলিমিটেড কল ডেইলি ডেটা সহ এন্টারটেইনমেন্ট-এর সুবিধাও পেয়ে যাবেন।
চলুন তবে রিলায়েন্স জিওর এই নতুন রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক (Jio Cheapest Plans):-
১. রিলায়েন্স জিওর ১১৯ টাকা রিচার্জ প্ল্যান:- রিলায়েন্স জিওর তরফে কার্যকরী এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা পেয়ে যেতে চলেছেন যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা। এর পাশাপাশি এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আরও পেয়ে যেতে চলেছেন দৈনিক ১.৫ জিবি করে ডেটা এবং ৩০০ টি করে এসএমএসের সুবিধা। এছাড়াও রয়েছে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড এবং জিও সিকিউরিটির মতো অ্যাপগুলির সাবস্ক্রিপশন তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। আর উপরোক্ত সমস্ত সুবিধাগুলি গ্রাহকরা পেয়ে যেতে চলেছেন মাত্র ১১৯ টাকার বিনিময়ে সম্পূর্ণ ১৪ দিনের জন্য।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
২. রিলায়েন্স জিওর ১৪৯ টাকার রিচার্জ প্ল্যান:- রিলায়েন্স জিওর পক্ষ থেকে কার্যকরী এই রিচার্জ প্ল্যানটিতে মাত্র ১৫৯ টাকার বিনিময়ে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধার পাশাপাশি পেয়ে যেতে চলেছেন দৈনিক ১ জিবি করে ডেটার সুবিধা এবং দৈনিক ১০০টি করে এসএমএস-এর সুবিধা। এছাড়াও এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে যেতে চলেছেন জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউড-এর মতো অ্যাপগুলির সম্পূর্ণ বিনামূলের সাবস্ক্রিপশন। অর্থাৎ এই একই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং, ডেইলি ডেটা, ডেইলি এসএমএসের পাশাপাশি এন্টারটেইনমেন্টের সুবিধাও পেয়ে যেতে চলেছেন তাও আবার সম্পূর্ণ ২০ দিনের জন্য।
৩. রিলায়েন্স জিওর ১৭৯ টাকা রিচার্জ প্ল্যান:- রিলায়েন্স জিওর পক্ষ থেকে কার্যকরী এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং-এর পাশাপাশি প্রত্যেকদিন ১ জিবি করে ডেটার সুবিধাও পেয়ে যেতে চলেছেন। এছাড়াও এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা এবং জিও ক্লাউড, জিও সিনেমা, জিও টিভি, জিও সিকিউরিটির মতো জিও অ্যাপগুলির সাবস্ক্রিপশন, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। আর এই সমস্ত সুবিধা গ্রাহকরা পেয়ে যেতে চলেছেন সম্পূর্ণ ২৪ দিনের জন্য।