Jio Free offer – জিও তার সকল গ্রাহককে দিচ্ছে ২৩ দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট সহ ফ্রী কলিং।

ভারতের অন্যতম বিখ্যাত টেলিকম সংস্থা জিওর তরফে তাদের গ্রাহকদের জন্য বরাবরই বিভিন্ন ধরনের অফার, নতুন নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়ে থাকে। তবে এবারে জিওর তরফে এমন এক অফার (Jio Free offer) লঞ্চ করা হলো, যার মাধ্যমে আগামী দিনে ২৩ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি কলিং, ইন্টারনেট সহ এসএমএস -এর সুবিধা পেতে চলেছেন গ্রাহকরা।
ইতিমধ্যেই সমগ্র দেশের বিভিন্ন বিখ্যাত শহরগুলিতে 5G পরিষেবা কার্যকর করার মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে রিলায়েন্স জিও। এর পাশাপাশি এই সমস্ত শহরগুলির গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিয়ে গ্রাহকের মধ্যে অতিরিক্ত পরিচিতি লাভ করেছে রিলায়েন্স জিও। আর তাতেই বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, বর্তমানে সমগ্র দেশের অর্ধেক সংখ্যক গ্রাহক রিলায়েন্স জিওর সিম ব্যবহার করেন। অন্যদিকে, 5G লঞ্চ করা হলেও সমগ্র দেশের 4G গ্রাহকদের সুবিধা দিকটি মাথায় রেখে বিভিন্ন ধরনের স্বল্প মূল্যের রিচার্জ প্যাক (Jio Free offer) লঞ্চ করা হয়েছে জিওর তরফ।
তবে বর্তমানে ২০২৩ -এর একেবারে শুরুতেই গ্রাহকদের জন্য এমন এক নতুন অফার লঞ্চ করা হলো জিওর তরফে, যার মাধ্যমে গ্রাহকরা সম্পূর্ণ ২৩ দিনের জন্য পেয়ে যেতে চলেছেন আনলিমিটেড কলিং, এসএমএস এবং ইন্টারনেটের সুবিধা তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি রয়েছে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড, জিও সিকিউরিটির মতো জিও অ্যাপগুলির সম্পূর্ণ বিনামূল্যের সাবস্ক্রিপশন। আর ইতিমধ্যে জিওর তরফে এই খবর প্রকাশে আনায় কিভাবে এই অফারের সুবিধা পাওয়া যাবে তা নিয়ে গ্রাহকদের মধ্যে নানা ধরনের প্রশ্ন উঠেছে।
পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস স্কিমে বিনিয়োগ করুন। মাত্র ৫ বছরে হবে টাকা ডবল
গ্রাহকদের এই সমস্ত প্রশ্নের উত্তরে রিলায়েন্স জিওর তরফে জানানো হয়েছে যে, জিওর তরফে কার্যকারী ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি একবার রিচার্জ করলেই গ্রাহকরা ২৩ দিনের অতিরিক্ত বৈধতা পেয়ে যাবেন এবং তার সাথে রয়েছে আনলিমিটেড কলিং, ডেইলি ডেটা, দৈনিক ১০০টি এসএমএস সহ অন্যান্য সুবিধাগুলি। অর্থাৎ ২৩ দিনের এই অতিরিক্ত বৈধতা পাওয়ার জন্য আপনাকে আলাদা করে কোনো টাকা খরচ করতে হবে না। ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানের সাথে আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চলেছেন এই সমস্ত সুবিধাগুলি।
আবেদন করুন প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনায় এবং পান সর্বোচ্চ ৩৬ হাজার টাকা
২৯৯৯ টাকা রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা ৩৬৫ দিনের জন্য আনলিমিটেড কলিং, ২.৫ জিবি দৈনিক ডেটা সহ ১০০ টি এসএমএসের সুবিধা পেয়ে থাকেন। এর সাথে রয়েছে জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি, জিও ক্লাউড -এর মতো অ্যাপগুলির সম্পূর্ণ বিনামূল্যের সাবস্ক্রিপশন। আর এবারে এই রিচার্জ প্ল্যানের সাথে আপনি পাবেন আরো ২৩ দিনের অতিরিক্ত বৈধতা।