jio-new-5g-phone-under-10000-coming-soon
Advertisement

আরও কি কি সুবিধা পাবেন জানুন?

জিও ফাইভ জি ফোন নিয়ে চর্চার কোনো অন্ত নেই। কিন্তু ইতিমধ্যেই সবাইকে চমকে দিয়ে সামনে এসেছে তার প্রথম লুক। সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে জিও ফাইভ জি ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা। যে অ্যাকাউন্ট থেকে ছবিটি ফাঁস হয়েছে সেখানে দাবি, জিও ফোন 5G-তে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা থাকবে।

Advertisement

বাজারে তেমনভাবে প্রচার না হলেও ইতিমধ্যেই নিজেদের 5G পরিষেবা শুরু করে দিয়েছে জিও। প্রতি মাসেই নতুন নতুন শহর যোগ হচ্ছে জিও 5G এর তালিকায়। এই নতুন যুগের নেটওয়ার্কের সঙ্গে তাল মেলাতে প্রয়োজন 5G স্মার্টফোন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, মনে করা হচ্ছে এই বছর দীপাবলীর সময় জিও লঞ্চ করতে পারে তাদের নতুন 5G স্মার্টফোন।

Advertisement

খরচ বাঁচাতে বড় পদক্ষেপ সরকারের। বাতিল করা হল ২ কোটি রেশন কার্ড, এর মধ্যে আপনারটা নেই তো?

এক প্রথম সারির টেক রিপোর্ট থেকে জানা যাচ্ছে এই ফোনে রয়েছে সাড়ে ছয় ইঞ্চির একটি ডিসপ্লে। ফ্রন্ট প্যানেলে দেখা যাবে ওয়াটার ড্রপ নচ। তবে টুইটারে যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি একটি দামি মডেল। তবে আসলে যখন মোবাইলটি রিলিজ করবে তার সঙ্গে এই ডামি মডেলের পার্থক্য থাকবে খুবই নগণ্য। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ছবিতে ক্যাপশন দেওয়া রয়েছে ‘আল্টিমেট স্পিড আল্টিমেট এক্সপিরিয়েন্স,’ অর্থাৎ এতে অনেক উচ্চগতির ইন্টারনেট স্পিড পাবেন গ্রাহকরা।

সোশ্যাল মিডিয়ার ফাঁস হওয়া পোস্টে জানা যাচ্ছে, জিও ফোন 5G এর ডাউনলোড স্পিড হবে ৪৭০ Mbps এবং আপলোড স্পিড হবে মোটামুটি ৩৪ Mbps। ওই পোস্টে জানা যাচ্ছে এই মোবাইলে ব্যবহার করা হবে Unisoc চিপসেট এবং MediaTek Dimensity 700 প্রসেসর।

জানা যাচ্ছে এই ফোনে ৪ জিবি RAM এবং ৩২ জিবি এক্সটেন্ডেড মেমরি থাকতে চলেছে। এছাড়া ফোনেও মিলবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বলাই বাহুল্য, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে ফোনটি। আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই এই ফোন সম্বন্ধিত আরও তথ্য সামনে আসবে।