jio-new-free-internet-offer
Advertisement

ফ্রী তে ডেটা দবে জিও, জানুন কীভাবে পাবেন?

জিও তার ব্যাবহারকারীদের জন্য নিয়ে এল ধামাকাদার প্ল্যান। এবার থেকে দৈনিক ডাটা শেষ হয়ে গেলে আর চিন্তা নেই! ভারতীয় টেলিকম জগতে ইতিহাস সৃষ্টি করেছিল জিও। তারপর থেকেই সময়পোযোগী প্ল্যান তৈরি করে যাচ্ছে। সে আইপিএল সিজন হোক বা ওয়াল্ড কাপ। তারা ডিসকাউন্টও লাগাতার দেয় কাস্টোমার ধরে রাখতে।

Advertisement

জিওর এই সব প্ল্যান দেখে এয়ারটেল, ভোডাফোনের মতো সংস্থার মাথায় হাত পড়ে। কিন্তু তাদের কাস্টোমারবেস এত বড়ো নয় এবং রিলায়েন্সের মতো বড়ো কোম্পানিও নয় তারা। তাই তারা ছোটো প্ল্যান করে। জিও উত্তোরত্তোর দাম বৃদ্ধির পর তারা দাম বাড়িয়েছে কিছুটা।

Advertisement

ধেয়ে আসছে দুর্যোগ, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সাইক্লোনিক সার্কুলেশন, সতর্ক করলো আবহাওয়া দপ্তর।

রিচার্জ নাও পে লেটারের মতো প্ল্যান যখন জিও র ঝুলিতে আছে তখন আর চিন্তা কী গ্রাহকদের। ধরুন আপনার দৈনিক ডাটা আজকের মতো শেষ হয়ে গেছে আপনি এখনই প্ল্যানটাকে বুস্ট করাতে পারবেন। সেই মূহুর্তে টাকাও দিতে হবেনা।

পরে আপনার যখন মাসিক প্ল্যানটি শেষ হবে তার সাথেই শেষ হবে। জিও দাম বাড়িয়েছে ঠিকই কিন্তু মানুষের সুবিধা বুঝে প্ল্যানও দিয়েছে। যেমন বিএসএনএলের দাম কিছুটা কম হলেও তাদের পরিষেবা গ্রামে গেলে পাওয়া যায়না। তাই শুধু কলিং ছাড়া কোনো কাজ নেই সংস্থার। জিওর একদিন থেকে একবছর সব প্ল্যান  রেডি।