জিও-র এই ফ্রী অফার পাবেন কীভাবে? জানুন বিস্তারিত।
জিও ফ্রীতে ডাটা দেওয়া শুরু করল আবার। টেলিকম জগতের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে আজও jio. তাঁদের প্ল্যানগুলি ভীষণ সময়পোযগী। তারা যখন প্রথম বাজারে আসে তাঁরা আনলিমিটেড কল এবং ফ্রী ডাটা দিতে শুরু করেছিল উপভোক্তাদের জন্য। এই আইপিএল সিজনেও তাঁরা কাস্টোমারদের পছন্দের ডাটা প্যাক নিয়ে উপস্থিত হয়েছে। jio সম্প্রতি তাদের ৫জি চালু করেছে দেশে।
jio তাদের কাস্টোমারদের এবার ফ্রীতে ১জিবি ডাটা দেবে। প্রথমে jio ইউজারদের My jio অ্যাপটি ডাউনলোড করতে হবে এরপর ভিতরে গেলে ক্রিকেট ব্যানার অপশনটি দেখতে পাবে। তারপর ইনগেজ বিভাগে যেতে হবে। সেখানে গেলে কিছু ব্যাক্তিগত তথ্য চাওয়া হবে যেমন নাম, ঠিকানা। সেইসব তথ্য সঠিকভাবে দেওয়ার পর একজিবি ডাটা ফ্রীতেই ক্লেম করা যাবে।
মধ্যবিত্তের মুখে হাসি! রান্নার গ্যাসে আবারও ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র।
My jio ফোনে বেশিজনেরই আগে থেকে ইনস্টল করা আছে ইতিমধ্যেই যেহেতু এই অ্যাপটি একটা ওয়ান স্টেপ সলিউশন জিও ইউজারদের কাছে। তাঁরা এখান থেকে দৈনিক ডাটা নতুন নতুন রিচার্জ প্ল্যানও জানতে পারে। এছাড়াও নিত্যনৈমিত্ত্বিক জীবনযাপনেও কাজে লাগে।
বর্তমানে jio সিনেমা থেকেই আইপিএল এর স্ট্রিমিং হয়। আর jio ইউজারদের জন্য jio ক্লাউডের সব সাবস্ক্রিপন ফ্রী তেই দেয় এখনো পর্যন্ত। ৫জি পরিষেবাও প্রায় বিনামূল্যেই পাওয়া যাচ্ছে। সেটাও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অন্যান্য টেলিকম সংস্থা কোনোভাবেই পাল্লা দিয়ে উঠতে পারেনা জিও র সাথ তারাও তাদের ৫জি লঞ্চ করেছে কিন্তু বহুল জনপ্রিয়তা লাভ করেনি। jio সিনেমাতে খেলা ছাড়াও সিনেমা, ওয়েবসিরিজ সবই ফ্রীতে চলে।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link