এই পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে পুরোটা পড়ুন।
৪৫ টাকা দিয়ে ২৫ লাখ টাকা রিটার্নের সুযোগ আনলো এলআইসি। ভারতীয়দের কাছে সবথেকে বড়ো বিশ্বস্ত ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানের নাম এলআইসি। এই সরকারি প্রতিষ্ঠানের বেসরকারিকরণ করে দেওয়ার প্রস্তাব আসে যখন সেই নিয়ে দেশেজুড়ে বিতর্ক চলেছিল। সময়ের সাথে সাথে ইনভেস্টমেন্টের পথ অনেক বেশি খুলে গেছে। স্টক, শেয়ার যেখানেই ইনভেস্ট করুন না এই নিশ্চিত রিটার্ন পাওয়া যাবেনা কোথাও।
তাই এই ধরনের প্লাটফর্মে ইনভেস্টের কথা অনেকে ভাবলেও বেশি রিটার্নের আশায় আবার রিস্কের কথা ভেবে পিছিয়ে আসে অনেকে। এই ক্ষেত্রে সবথেকে বড়ো প্রতিষ্ঠানের নাম এলআইসি। তাদের নতুন পলিসির নাম নিউ জীবন আনন্দ পলিসি। এটা এল আইসির সব থেকে থেকে আপগ্রেড হংস্করণ।
এলআইসিতে সব ধরনের বয়সের জন্য ইনভেস্টমেন্ট আছে। সদ্যোজাত বাচ্চার ভবিষ্যৎ এর কথা ভেবে প্ল্যান থেকে পড়ুয়াদের পড়াশোনার খরচের প্ল্যানও আছে। এই নিউ জীবন আনন্দ পলিসিতে প্রতিদিন ৪৫ টাকা দিলে ২৫ লাখ টাকা রিটার্ন পাওয়া যাবে ৩৫ বছরে। মাসে ১৬৫৮ টাকা এবং বছরে ১৬,৩০০টাকা দিতে হবে।
2000 এর পর 500 টাকার নোট নিয়ে RBI এর বড় ঘোষণা। চিন্তায় আমজনতা।
তবে এই প্ল্যানের কভারেজ ১০০ বছর অবধি পাওয়া যাবে যা আর কোনো এলআইসি স্কিমে হবেনা। এই স্কিমের মাধ্যমে ইনভেস্ট করলে আপনার ট্যাক্স আর লাগবেনা। এখানে সর্বনিম্ন সাড়ে পাঁচ লাখ টাকা রিটার্ন পাওয়া যাবে। কোনো ব্যাক্তি যদি মারা যায় তাহলে এই স্কিমের নমিনিকে সর্বোচ্চ স্কিমের ম্যাচিওরিটি ফেরত দেওয়া হবে। এর সাথে সাথে ডেথ বেনিফিটও দেওয়া হবে।আপনি যেকোনো দিন অবধি ইনভেস্ক করেই রাখতে পারেন।
এই পলিসিতে আপনার কাছে অনেক অপশন আসবে টাকা দেওয়ার। আপনার যাই হোক না কেন রিটার্ন নিশ্চিত! এলআইসিতে এই ইনভেস্ট করলে তার লাভ্যাংশ দেবে এলআইসি। এলআইসির আইপিও তেই ইনভেস্ট করতে পারেন।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link