know-about-the-qualification-and-quantity-of-capital -for-opening-petrol-pump
Advertisement

বর্তমানে ভারতের অধিকাংশ বাড়িতেই দুইচাকা কিংবা চারচাকা গাড়ি দেখা যায়। দিনে দিনে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঘরে ঘরে। স্বাভাবিকভাবেই গাড়ির চাহিদা যত বাড়বে তত বাড়বে পেট্রোলের চাহিদা। সুতরাং আপনিও যদি পেট্রোল পাম্প খুলতে পারেন তাহলে বেশ লাভবান হবেন। তবে এই ব্যবসায় প্রাথমিকভাবে প্রয়োজন বেশ কিছু মূলধনের। যদি আপনার কাছে সেই মূলধন থাকে কিংবা আপনি কোন ভাবে জোগাড় করতে পারেন, তাহলে আপনার ভাগ্যে আসতে পারে বিপুল পরিমাণ লাভ। কিন্তু প্রশ্ন হচ্ছে পেট্রোল পাম্প খুলতে খরচ কত হয়? এছাড়াও আর কি কি পারমিশন লাগে? সর্বোপরি পেট্রোল পাম্প মালিকের কোন কোন মানদন্ড পূরণ করতে হয়? আজকের প্রতিবেদনে সে সবই জানাবো আপনাদের।

Advertisement

কেউ যদি পেট্রোল পাম্প খুলতে চান তাহলে মাথায় রাখবেন পেট্রোল পাম্প মালিকের কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। নিয়োগ অনুযায়ী পেট্রোল পাম্প মালিক কে মাধ্যমিক পাস করা থাকতে হবে। এছাড়াও পেট্রোল পাম্প মালিককে ২১ থেকে ৫৫ বছর বয়সী হতে হবে। সর্বোপরি যেটা প্রয়োজন সেটা হল, এই পেট্রোল পাম্প লাইনে অন্তত তিন বছরের অভিজ্ঞতা। যদি আপনি এইসব মানদণ্ড পূরণ করতে পারেন তাহলে আপনার লাগবে অর্থ। আগেই বলেছি এই ব্যবসায় নামার আগে প্রয়োজন মোটা ক্যাপিটাল।

Advertisement

আরও পড়ুন:- মাসে মাসে পাওয়া যাবে ৫০০০ টাকা। রাজ্য সরকারের এই প্রকল্প সম্বন্ধে জানেন কি?

সরকারি শর্ত অনুযায়ী পেট্রোল পাম্প মালিকের ব্যক্তিগতভাবে অন্তত ২৫ লক্ষ টাকা থাকতে হবে। একই সঙ্গে পরিবারের সম্পূর্ণ সম্পত্তির পরিমাণ অন্তত ৫০ লাখ টাকা হতে হবে। মাথায় রাখবেন কোন রকম অপরাধমূলক অভিযোগ যদি পেট্রোল পাম্প মালিকের বিরুদ্ধে থাকে তাহলে তিনি কিন্তু লাইসেন্স পাবেন না। এছাড়া যদি মালিক ব্যবসায়িক ঋণখেলাপি হয়ে থাকেন সে ক্ষেত্রেও পেট্রোল পাম্প খুলতে পারবেন না। পেট্রোল পাম্প খোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল জমি।

আপনার কাছে জমি থাকলে ভালো, নচেৎ কিন্তু জমির মূল্য বর্তমানে ২০-৩০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত উঠতে পারে। জমির পাশাপাশি আপনাকে মেশিন এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে পেট্রোল পাম্পটি তৈরি করতে হবে। এতে আনুমানিক ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত খরচা হতে পারে। সরঞ্জামের হিসেব ধরলে মোটামুটি ২০ লক্ষ টাকা খরচ আছে। এইসব কাজ হয়ে গেলে আপনার প্রয়োজন হবে সরকারি লাইসেন্সের, যার মূল্য ৫ লক্ষ টাকা। অর্থাৎ যদি আপনার জমি থাকে, আপনি ধরে নিতে পারেন আপনার পুরো ব্যবসা দাঁড় করাতে প্রাথমিকভাবে খরচা হবে ১.৫ কোটি টাকা। জমি না থাকলে সেই খরচা বেড়ে ২ কোটি কিংবা ২.৫ কোটিও হতে পারে। যদি আপনিও পেট্রোল পাম্প খুলতে চান তাহলে নিয়মিত নজর রাখতে পারেন https://www.petrolpumpdealerchayan.in/ এই ওয়েবসাইটে