know-the-application-procedure-for-recruitment-in-aadhaar-card-office
Advertisement

কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। ইতিমধ্যেই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এন্ড টেকনোলজি মিনিস্ট্রি থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে অধীনস্থ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) অর্থাৎ যাকে আমরা চলতি ভাষায় আধার কার্ড অফিস বলি, সেই অফিসে নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার তরফে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে মাথায় রাখবেন, ডেপুটেশন অনুযায়ী আবেদন করার জন্য আপনাকে রাঁচির বাসিন্দা হতে হবে। কেননা বর্তমানে ইউআইডিএআই-এর তরফে রাঁচির আঞ্চলিক প্রার্থীদেরই নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য।

Advertisement

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, জানা যাচ্ছে আপাতত নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই দুই পদে। তবে দুটি পদের শূন্যস্থানও মোট দুটি। অর্থাৎ মোট দুজন চাকরি প্রার্থী নিযুক্ত হতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আবেদনকারীর সর্বোচ্চ বয়স যেন ৫৬ বছরের বেশি না হয়। ছাড়াও যারা নিযুক্ত হবেন তাদের বেতন দেওয়া হবে অষ্টম এবং ষষ্ঠ পে-স্কেল অনুযায়ী।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার কে এর আগে কোন কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান কিংবা সম্ভবতীয় কোন প্রতিষ্ঠানে অন্তত তিন বছর চাকরি করতে হবে সপ্তম পে-স্কেল বেতনের। নচেৎ ষষ্ঠ পে-স্কেলে পাঁচ বছরের রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের চাকরি করলেও হবে। তবে কেউ যদি কোন স্বশাসিত সংস্থায় অফিসার পদে চাকরি করেন সে ক্ষেত্রেও আপনি আবেদন করতে পারেন। এ ছাড়াও রয়েছে অন্যান্য যোগ্যতার মাপকাঠি। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের জন্যেও রয়েছে যোগ্যতার বিভিন্ন প্যারামিটার। সেই প্যারামিটারগুলি জানতে আপনাদের অফিশিয়াল ওয়েবসাইটে ঘুরে আসতে হবে।

আরও পড়ুন:- ছাত্র-ছাত্রীদের জন্য খুশির খবর। চালু হলো নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। আবেদন করতে ক্লিক করুন।

যারা আবেদন করতে আগ্রহী তারা অফিশিয়াল ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফরম্যাটটি দেখে নেবেন। বিজ্ঞপ্তিতে যে ফরম্যাট উল্লেখ করা হয়েছে সেই ফরম্যাটে আবেদন না করলে আপনার আবেদন পত্র খারিজ করে দেওয়া হতে পারে। এছাড়াও আবেদনপত্রের পাশাপাশি আপনাদের পাঠাতে হবে যাবতীয় নথিপত্র যা উল্লেখ করা রয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে। আবেদনের শেষ দিন আগামী ১২ সেপ্টেম্বর। তার আগেই নিজের আবেদনপত্র সংশ্লিষ্টভাবে যাবতীয় ডকুমেন্ট-সহ পাঠিয়ে দেবেন উল্লেখিত ঠিকানায়। বিস্তারিত জানতে ইউআইডিএআই-এর ওয়েবসাইটে চোখ রাখুন।