know-the-details-how-to-participate-didi-number-1
Advertisement

পশ্চিমবঙ্গের মহিলাদের মধ্যে অন্যতম জনপ্রিয় শো হলো দিদি নাম্বার ওয়ান (Didi No 1)। রচনা ব্যানার্জি সঞ্চালিত জি বাংলার এই শো ইতিমধ্যেই বাংলার মহিলা সহ প্রবাসী বাঙালিদের মন জিতেছে। আর এবারে আপনি চাইলেও এই শোয়ে অত্যন্ত সহজেই অংশগ্রহণ করতে পারবেন।

Advertisement

পশ্চিমবাংলার মহিলাদের নিয়ে পরিচালিত এই শোয়ে মহিলারা একাধারে বিভিন্ন খেলার মাধ্যমে যেমনভাবে নানাবিধ উপহার জিততে পারেন, অন্যদিকে ঠিক তেমনভাবেই এইসকল মহিলাদের জীবনের লড়াইয়ের গল্প বারংবার উদ্বুদ্ধ করেছে সমগ্র বাংলার মহিলা সহ বাংলার জনগণকে। এমনকী শুধু বাংলার মহিলাদের নয়, বিভিন্ন ক্ষেত্রের প্রবাসী বাঙালিদেরও বারংবার উৎসাহিত করেছে দিদি নাম্বার ওয়ানের প্রতিযোগীদের জীবনের গল্প। সুতরাং, সারা বাংলার মহিলা সহ প্রবাসী বাঙ্গালীদের নজর দিদি নাম্বার ওয়ানের দিকে।

Advertisement

ব্যাংকের নিয়মে আনা হলো বড়ো পরিবর্তন। আপনার যদি ব্যাংকে বই থেকে থাকে তবে জেনে নিন এই গুরুত্বপূর্ণ আপডেট

কিন্তু কিভাবে এই শোয়ে (Didi No 1) পৌঁছাতে হবে তা না জানার কারণে মহিলাদের নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। আর তাই কিভাবে দিদি নাম্বার ওয়ান-এ পৌঁছাতে হবে তা নিয়ে বারংবার নানা প্রশ্ন উঠেছে। এইসকল প্রশ্নের উত্তরে সমগ্র বাংলার মহিলাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, জি বাংলার তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আগামী দিনে সমগ্র বাংলার মহিলা তথা প্রবাসী বাঙালিরা যাতে অত্যন্ত সহজেই দিদি নাম্বার ওয়ানে যাওয়ার জন্য আবেদন জানাতে পারেন তার জন্য একটি নতুন ওয়েবসাইট https://garnierdidino1audition.com/pages/register কার্যকর করা হয়েছে।

এই ওয়েবসাইটের মাধ্যমেই মহিলারা দিদি নাম্বার ওয়ানের জন্য রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাবেন। এরপর নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা সঠিকভাবে উল্লেখ করতে হবে। সবশেষে পরিবারের সদস্য সংখ্যা এবং দিদি নাম্বার ওয়ানে আবেদনের কারণ সঠিকভাবে লিখে ফর্মটি জমা করতে হবে। দিদি নাম্বার ওয়ানের কর্তৃপক্ষের তরফে আপনাকে নির্বাচন করা হলে আপনাকে সরাসরি ফাইনাল অডিশনে ডাকা হবে। যদিও ইতিপূর্বে দিদি নাম্বার ওয়ানে সুযোগ পাওয়ার জন্য মহিলাদের লম্বা লাইনে দাঁড়িয়ে অডিশন দিতে হতো। তবে এবার থেকে কোনোরকম ঝক্কি ছাড়াই দিদি নাম্বার ওয়ানের মঞ্চে সুযোগ পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন মহিলারা।