পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের নাগরিকদের ক্ষেত্রে একাধারে যেমন আধার কার্ড ও প্যান কার্ড অবশ্য প্রয়োজনীয় দুটি নথি, ঠিক তেমনভাবে ভোটার কার্ডও পশ্চিমবঙ্গের জনগণ তথা ভারতের সাধারণ মানুষের কাছে ক্রমান্বয়ে অত্যন্ত প্রয়োজনীয় নথি হয়ে উঠছে। এবারে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখের মতোই ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্ক (Voter Card Aadhaar Card Link) করার ক্ষেত্রেও চূড়ান্ত তারিখ দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফে।
ইতিপূর্বে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছিল যে, সমগ্র ভারতের সাধারণ জনগণকে তাদের ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্ক (Voter Card Aadhaar Card Link) করাতে হবে। আর এক্ষেত্রে ভারতীয় নাগরিকদের একটি নির্দিষ্ট সময়সীমাও দেওয়া হয়েছিল। জাতীয় নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক করার সর্বশেষ তারিখ ছিল ১লা এপ্রিল, ২০২৩। তবে এবারে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে ৩১শে মার্চ, ২০২৪ হলো।
বর্তমানে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে ভারতের জনগণ। আর এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তে যথেষ্ট খুশি হয়েছে সমগ্র ভারতের সাধারণ মানুষ। তবে এখনো পর্যন্ত অধিকাংশ মানুষই জানেন না তারা বাড়িতে বসেই অনলাইনে মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।
প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক নিয়ে উঠে এলো নতুন আপডেট। বাড়তে পারে তারিখ কমতে পারে জরিমানার পরিমাণ।
আর এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আপনাকে প্রথমেই NVSP পোর্টাল https://www.nvsp.in/ -এ যেতে হবে। এরপর হোম পেইজে থাকা অপশনগুলির মধ্যে থেকে Forms অপশনটিতে ক্লিক করতে হবে। এক্ষেত্রে ইতিপূর্বে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করা থাকলে User name ও password -এর মাধ্যমে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তবে ইতিপূর্বে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন না করা হলে এই পেজটিতে থাকা Don’t have account. Register as a new user অপশনে ক্লিক করতে হবে।
মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর। এমাসে গ্যাস বুক করলেই পাওয়া যাবে ২০০ টাকা ভর্তুকি
পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার মোবাইল নম্বর সহ ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখতে হবে এবং Send OTP বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার ফোনে যে OTP টি আসবে তা সঠিকভাবে লিখে আপনার পছন্দসই একটি পাসওয়ার্ড তৈরির করার মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হলে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে হোম পেইজে থাকা Information of Aadhaar number by Existing electrical অপশনে ক্লিক করতে হবে।
পরবর্তীতে আপনার সামনে যে অপশনগুলি আসবে তার মধ্যে থেকে Form 6B অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে ফর্মটি আসবে তাতে আপনাকে আপনার নাম, পিতার নাম, ঠিকানা, রাজ্য, বিধানসভা, আধার নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে এবং Preview বাটনে ক্লিক করতে হবে। সমস্ত তথ্য ঠিক থাকলে সবশেষে submit অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি Reference ID আসবে যার মাধ্যমে আপনি আগামী দিনে আপনার আবেদনের স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন।
এছাড়াও sms এর মাধ্যমেও আপনারা আধার ও ভোটার নম্বর লিংক করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রথমেই আপনার ফোনের মেসেজ বক্সে যেতে হবে এবং ইসিলিঙ্ক, ইপিআইসি নম্বর, আধার নম্বর সঠিকভাবে লিখে ১৬৬ অথবা ৫১৯৬৯ নম্বরে এসএমএস করতে হবে। তাহলেই ভোটার কার্ড এবং আধার কার্ড লিংক করার প্রক্রিয়াটি সম্পন্ন হবে।