know-the-meanings-of-the-various-krishak-bandhu-status

কৃষক বন্ধু প্রকল্পের আওতায় খারিফ সিজনের জন্য কবে টাকা পাওয়া যাবে এই প্রশ্নে বাংলার কৃষকমহল রীতিমতো উত্তাল হয়ে উঠেছে। অন্যদিকে, কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসেও কিছু পরিবর্তন দেখা গিয়েছে বলেই জানা গিয়েছে। আর এই সমস্ত স্ট্যাটাসের অর্থ অধিকাংশ মানুষই সঠিকভাবে জানেন না, যার জেরে কৃষক বন্ধু প্রকল্পের কর্মকর্তাদের তরফে এই প্রকল্পের স্ট্যাটাসে যে পরিবর্তন আনা হয়েছে তা নিয়ে রাজ্যের কৃষকদের মধ্যে প্রশ্নের অন্ত নেই। ফলত আমরা আজকের এই পোস্টে আমরা কৃষক বন্ধু প্রকল্পের বিভিন্ন ধরনের স্ট্যাটাসের অর্থ নিয়ে আলোচনা করতে চলেছি।

চলুন তবে প্রথমেই কৃষক বন্ধু প্রকল্পের এইসকল স্ট্যাটাসের অর্থ (Krishak Bandhu Status) সম্পর্কে জেনে নেওয়া যাক:-

কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাসের অর্থ জানার আগে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস (Krishak Bandhu Status) কিভাবে চেক করতে হবে তা সম্পর্কে জানিয়ে রাখি। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://krishakbandhu.net/ -এ যেতে হবে। পরবর্তীতে আপনাকে হোমপেজে থাকা নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করতে হবে এবং আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার ভোটার আইডি সঠিকভাবে লিখে চেক বক্সে ক্লিক করে Search বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি আপনার আধার কার্ডের তথ্য, কৃষক বন্ধু আইডি, আপনার নাম, ঠিকানা সহ আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন।

আরও পড়ুনঃ- সাধারণ মানুষের জন্য বড়ো খবর। রেশন দোকানের নিয়মে বড়ো পরিবর্তন

কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত কৃষকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, আপনার স্ট্যাটাসে যদি No Data Found লেখা থাকে তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। নতুন করে যেসমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আবেদন জানিয়েছেন, তাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে এইরূপ দেখানো হচ্ছে। পরবর্তীতে কৃষক বন্ধু প্রকল্পের কর্মকর্তাদের তরফে এই বিষয়টি সংশোধন করা হবে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রের তরফে। সুতরাং, আপনার স্ট্যাটাসে যদি No Data Found লেখা থাকে তবে চিন্তা করার কোনো কারণ নেই। অন্যদিকে, আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে যদি Pending লেখা থাকে তাহলেও চিন্তা করবার বিশেষ কোনো কারণ নেই। যেসমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে Pending লেখা রয়েছে তাদের সমস্ত তথ্য ঠিক থাকলে স্ট্যাটাস খুব শীঘ্রই পরিবর্তিত করে Approved করা হবে বলেই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট।

যেসমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে Approved লেখা রয়েছে, তারা আগামী দিনে সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্পের আওতায় খারিফ সিজনের অনুদান পাবেন বলেই জানা গিয়েছে। তবে যেসকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে Rejected লেখা রয়েছে তারা আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কোনোভাবেই অনুদান পাবেন না। আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন সুবিধাভোগী হয়ে থাকেন এবং আপনার স্ট্যাটাসেও যদি Rejected লেখা থাকে তবে আজই কৃষি অফিসে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, জমির তথ্য এবং ব্যাংকের নথি সহকারে যোগাযোগ করুন। যে সমস্যার কারণে আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে Rejected লেখাটি এসেছে তা সমাধান হলে তবেই আপনি এই প্রকল্পের আওতায় অনুদান পাবেন।

আরও পড়ুনঃ- আপনার কাস্ট সার্টিফিকেটে ভুল রয়েছে? কিকরে সেই ভুল ঠিক করবেন জেনে নিন।

এবার আসা যাক Transaction Status -এর কথায়। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের মতোই Transaction Status ও একইভাবে গুরুত্বপূর্ণ। Transaction Status -এর মাধ্যমেই আপনি বুঝতে পারবেন আগামী দিনে কবে আপনি এই প্রকল্পের আওতায় অনুদান পেতে চলেছেন। এক্ষেত্রে আপনার Transaction Status -এ যদি ADA UPLOADED, DDA APPROVED কিংবা ACCOUNT VALID -এর মতো কথাগুলি লেখা থাকে তবে আপনি খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অনুদান পেতে চলেছেন। অন্যদিকে, আপনার Transaction Status -এ যদি Transaction Successful লেখা থাকে তবে ইতিমধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে অথবা খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেওয়া হবে।

তবে যেসমস্ত কৃষকের Transaction Status -এ DDA REVERT লেখা রয়েছে তাদের আবেদনের ক্ষেত্রে কোনোরকম সমস্যা রয়ে গিয়েছে, যার কারণে DDA -এর তরফে আবেদন পত্রটি revert করে দেওয়া হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য আপনাকে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের নথি এবং জমির তথ্য সহকারে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আবার যেসমস্ত কৃষকদের Transaction Status -এ Account Invalid রয়েছে তাদের ক্ষেত্রেও অনুদান পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তবে অনেক ক্ষেত্রেই কৃষক বন্ধু প্রকল্পের কর্মকর্তাদের তরফে এই সমস্যার সমাধান করা হয় এবং Account Invalid থেকে পরিবর্তিত হয়ে Transaction Status Account Valid করে দেওয়া হয়। আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত নথি সহকারে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন, তাহলেই এই সমস্যার সমাধান মিলবে।

আরও পড়ুনঃ- জমির দলিলের সাথে শুরু হলো আধার লিঙ্ক। সকলকে করতে হবে।

যেসকল কৃষকের Transaction Status -এ Transaction Pending কিংবা Transaction Failed রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের কোনোরকম সমস্যার কারণে এইরূপ স্ট্যাটাস শো করছে। এক্ষেত্রে এই সমস্যার সমাধানের জন্যই সমস্ত কৃষকদের অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। অন্যদিকে, আপনার Transaction Status -এ যদি sno send to Bank থাকে তাহলে চিন্তা করবার কোনো কারণ নেই। অনেক ক্ষেত্রেই ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য ভেরিফিকেশন করা হয় এবং তখনই এইরূপ স্ট্যাটাস শো করা হয়ে থাকে। তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য ঠিক থাকলে খুব শীঘ্রই এই স্ট্যাটাস পরিবর্তিত হয়ে Account Valid হয়ে যাবে, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের মাধ্যমে।

অন্যদিকে, আপনার Transaction Status -এ যদি Deleted Farmer থাকে তবে চিন্তার যথেষ্ট কারণ রয়েছে। Deleted Farmer সেই সমস্ত কৃষকদের ক্ষেত্রে শো করে, যাদের কৃষক বন্ধু প্রকল্পের কর্মকর্তাদের তরফে অযোগ্য আবেদনকারী হিসেবে গণনা করা হয়ে থাকে। সুতরাং, আপনিও যদি পুনরায় কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করতে চান তবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য এবং জমির রেকর্ড সহকারে যতো দ্রুত সম্ভব কৃষি অফিসে যোগাযোগ করুন এবং তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানান। আপনার সমস্ত তথ্য পর্যালোচনা করে যদি কৃষি অফিসের কর্মকর্তাদের তরফে আপনাকে যোগ্য আবেদনকারী বলে মনে করা হয়, তবে আপনি পুনরায় কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অনুদান পাবেন।