পুরো তথ্য জানতে পড়ুন বিস্তারিত।
আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই সুখবর নিয়ে আসছে জোড়া ঘূর্ণাবত। জুন মাসে তীব্র দাবদাহের পর শেষমেষ রাজ্যে বর্ষা এসেছে। তবে এই সপ্তাহে আর বৃষ্টি হয়নি। আগের সপ্তাহে টানা বৃষ্টিতে আবহাওয়াতে পরিবর্তন এসেছিল কিছুটা।
কিন্তু এই সপ্তাহে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সপ্তাহে অতিভারী বৃষ্টি আর হবেনা। সপ্তাহভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় তবে ভারী বৃষ্টিপাত চলবে।
জুলাই মাসে কোন রেশন কার্ডে পাবেন কি পরিমাণ ফ্রী রেশন, দেখে নিন লিস্ট।
মধ্য বঙ্গোপসাগর দ্রুত একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে হয়তো পড়ে বৃষ্টি বাড়বে। আন্দামান সাগরেও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। কিন্তু আদ্রতা বাতাসে ৮৫ শতাংশ থাকার ঘাম হচ্ছে আবার আগের মতো। তাপমাত্রা ৩৫ ডিগ্রীর নীচে থাকলেও দিনে ৪৭ ডিগ্রীর মতো ফিল আসছে। এই অস্বস্তি বর্ষা পড়লেও থাকে।
তবে বাঁকুড়া, দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে। কলকাতার পাশের জেলাগুলিতেও একই আবহাওয়ার কথা জানিয়েছে। এবছরে সেভাবে কালবৈশাখী হয়নি বৃষ্টির ঘাটতি তাই দেখেই গেছে বলে মনে করা হচ্ছে। বর্ষা যদিও কেরলে ঢোকার পর বেশিদিন সময় নেয়নি রাজ্যে ঢুকতে। তাই বর্ষা দীর্ঘস্থায়ী হবে বলেই আশা করা হচ্ছে।