পশ্চিমবঙ্গে বসবাসকারী কৃষকদের জন্য রয়েছে এক দারুন সুখবর। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে বসবাসকারী কৃষক বন্ধু প্রকল্পের আওতাধীন সমস্ত কৃষকদের এই প্রকল্পের অধীনে অনুদান (Krishak Bandhu Prakalpa List) দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হবে। আর তাতেই আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কারা অনুদান পাবেন, কবে থেকে অনুদান পাওয়া যাবে এই সমস্ত বিষয়গুলি নিয়ে কৃষকদের মধ্যে প্রশ্নের অন্ত নেই।
এই সমস্ত প্রশ্নের উত্তরে কৃষকদের জানিয়ে রাখি যে, বিভিন্ন সূত্র মারফত প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, এই নতুন অর্থবর্ষের একেবারে শুরুতেই কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অনুদান প্রদানের প্রক্রিয়া (Krishak Bandhu Prakalpa List) কার্যকর করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। এমনকী যেসকল কৃষকরা ইতিপূর্বে ২০২২ সালের নভেম্বর এবং ডিসেম্বর মাসে আয়োজিত দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আবেদন জানিয়েছিলেন তারাও এই নতুন অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে অনুদান পেতে চলেছেন, এমনটাই দাবি করা হচ্ছে এই সমস্ত সূত্রের তরফে।
তবে কারা আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অনুদান পাবেন তা কিভাবে জানা সম্ভব বঙ্গের কৃষকমহলে বারংবার এই প্রশ্নটি উঠেছে। আর এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, আগামী দিনে আপনিও কৃষক বন্ধু প্রকল্পের অনুদান পাবেন কিনা তা জানার জন্য প্রথমেই আপনাকে চলে যেতে হবে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://krishakbandhu.net/ -এ। পরবর্তীতে আপনার সামনে যে অপশনগুলি আসবে তার মধ্যে থেকে আপনাকে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটি নির্বাচন করতে হবে এবং আপনার সামনে আগামীতে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে নিজের ভোটার নম্বরটি সঠিকভাবে লিখে পাশে থাকা চেক বক্সে ক্লিক করে Search অপশনে ক্লিক করতে হবে।
এপ্রিল মাসে ছুটির বাহার, সরকারি অফিস থেকে শুরু করে স্কুল-কলেজ। আপনি কবে কবে ছুটি পাচ্ছেন দেখে নিন
উপরোক্ত পদ্ধতিটি সঠিকভাবে সম্পন্ন করলে আপনার সামনে আপনার নাম, আধার সংক্রান্ত সমস্ত তথ্য, ঠিকানা সহ কৃষক বন্ধু আইডি এবং অন্যান্য তথ্যগুলি চলে আসবে। এক্ষেত্রে যে সকল কৃষকরা ইতিপূর্বে টাকা পেয়েছিলেন এবং তাদের Transaction Status এর ঘরে Transaction Successful লেখা ছিল। কিন্তু বর্তমানে যেসকল কৃষকের Transaction Status -এর ঘর ফাঁকা হয়ে গিয়েছে তারা আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অনুদান পাবেন বলেই দাবি করা হয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্যে। এর পাশাপাশি এই সমস্ত কৃষকদের তরফে আরও দাবী করা হয়েছে যে, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অনুদান প্রদানের পূর্বে Transaction Status -এর ঘর সম্পূর্ণরূপে ফাঁকা হয়ে যায় এবং আগামী দিনে রাজ্য সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্পের অনুদান প্রদানের প্রক্রিয়া কার্যকর করা হলে পুনরায় Transaction Status -এর ঘরে আগের মতোই status আপডেট হতে থাকে এবং সবশেষে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হওয়ার পর তা Transaction Successful -এ পরিণত হয়।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
সুতরাং, উপরোক্ত পদ্ধতিতে আজই আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখুন আপনার Transaction Status -এর ঘরটি ফাঁকা রয়েছে কিনা। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে, যেসমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার কার্ড বা আধার নম্বর সংযুক্ত করেননি তারা আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অনুদান পাবেন না। সুতরাং, আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অনুদান পেয়ে থাকেন এবং এখনো পর্যন্ত এই প্রকল্পের সঙ্গে নিজের আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তবে যতো দ্রুত সম্ভব দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আধার সংযুক্তিকরণের ফর্মটি সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি সহকারে দুয়ারে সরকারের ক্যাম্পে জমা করুন।