বাংলার চাষী ভাইদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) একটি দুর্দান্ত উদ্যোগ কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme)। এই প্রকল্পে চাষীদের কৃষি সংক্রান্ত উপকরণ কেনার জন্য অর্থ প্রদান করা হয়। শুধু তাই নয়, অসময় কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সহায়তা ও সুরক্ষা প্রদান করা হয়। সম্প্রতি এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় আপদের পাওয়া গিয়েছে।
সম্প্রতি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে সরকার। তবে তার আগে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে নাম যাচাই (Name Verification) শুরু হয়েছে। যার ফলে অনেকের নাম বাতিল হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বহু নাম বাতিল হয়ে গিয়েছে। তাই অনেকেই চিন্তায় পরে গিয়েছেন তাঁদের কৃষক বন্ধু প্রকল্পের নাম রয়েছে নাকি বাতিল হয়ে গিয়েছে সেটা নিয়ে। কারণ একবার নাম বাতিল হয়ে গেলে আর এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।
এক্ষেত্রে সবার আগে আপনাকে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট Krishakbandhu.net এ গিয়ে নিজের নাম নথিভুক্ত রয়েছে কি না চেক করে নিতে হবে। এর জন্য ওয়েবসাইটে গিয়ে কিছুটা নিচে নামলেই ভোটার কার্ডের নাম্বার দেওয়ার জায়গা দেখা যাবে। সেখানে নিজের ভোটার কার্ডের নাম দিয়ে ক্যাপচা সল্ভ করে সার্চ দিলেই নাম দেখা যাবে।
পুজোর আগেই সুখবর, লক্ষীর ভাণ্ডারে এবার প্রতি মাসে ১০০০! ঘোষণা মুখ্যমন্ত্রীর
নামের পাশেই কৃষক বন্ধু আইডি নং, আঁধার নং, জেলা সহ আরও একাধিক তথ্যাদি সহ আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখা যাবে। তবে যদি স্ট্যাটাসে “Deleted Farmer” লেখা থাকে, তাহলে সেই নামটি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নাম বাতিল হওয়ার একাধিক কারণ রয়েছে। সেগুলি হল নিম্নরুপঃ
কৃষক মারা গিয়েছেন। যার ফলে নাম বাতিল করে দেওয়া হয়েছে।
- কৃষকের নাম নথিভুক্ত হলেও তাঁর নামে জমি নেই। অন্যের জমি দিয়ে আবেদন করে থাকলে ও ধরা পরে গেলে নাম বাতিল হয়ে যাবে।
- কৃষক জমি অন্য কাউকে বিক্রি করে দিলে বা জমিকে কৃষি জমি থেকে পরিবর্তন করে নিলেও নাম বাতিল হতে পারে।