krishak-bandhu-status-check-in-new-method
Advertisement

২০২২ -এর শেষ দিকেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে কৃষকবন্ধু প্রকল্পের আওতায় অনুদান দেওয়ার ব্যবস্থা কার্যকর করা হয়েছিল। তবে পশ্চিমবঙ্গে বসবাসকারী অনেক কৃষকই এখনো পর্যন্ত কৃষকবন্ধু প্রকল্পের আওতায় অনুদান পাননি। আর তারা আগামী দিনে কৃষকবন্ধু প্রকল্পের আওতায় অনুদান পাবেন কিনা অথবা কবে কৃষকবন্ধু প্রকল্পের অনুদান পাবেন তা জানার জন্য প্রকল্পের স্ট্যাটাস চেক (Krishak Bandhu Status Check) করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

যদিও বর্তমানে কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনোভাবেই কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা সম্ভব নয়, তবে আজ আমরা ২ টি নতুন পদ্ধতি নিয়ে হাজির হয়েছি, যার মাধ্যমে আপনারা খুব সহজেই কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।

Advertisement

কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক (Krishak Bandhu Status Check) করার জন্য আপনাকে প্রথম যে পদ্ধতিটি অবলম্বন করতে হবে তা হলো:-
১. এক্ষেত্রে প্রথমে আপনাকে কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://krishakbandhu.net/ -এ যেতে হবে।

২. এরপর হোম পেজের একেবারে শেষের দিকে থাকা হেল্পলাইন অপশনে ক্লিক করতে হবে।

এখনো পাননি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? কি করবেন জেনে নিন।

৩. পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি দুটি হেল্পলাইন নম্বর দেখতে পারবেন। এই নম্বর দুটিতে সকাল ১০ টা থেকে শুরু করে সন্ধ্যা ৬ টার মধ্যে ফোন করে আপনি আপনার ভোটার কার্ডের নম্বর জানালে তারা আপনার কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে বলে দিতে পারবেন।

৪. এছাড়াও আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনার কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস জেনে নিতে পারবেন। এজন্য আপনাকে আপনার ভোটার কার্ডের নম্বর উক্ত নম্বর দুটির যেকোনো একটিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে হবে এবং কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেওয়ার আবেদন জানাতে হবে। তাহলেই আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনারা নিজের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস জেনে নিতে পারবেন।

দেড় লাখ টেট উত্তীর্ণর মধ্যে ইন্টারভিউ এর ডাক কারা আগে পাবেন?

এর পাশাপাশি আপনার আপনার নিকটবর্তী কিষাণ মান্ডি (যেখানে কৃষক বন্ধু প্রকল্পের কাজ হয়) অথবা কৃষি অফিসে গিয়ে সেখানকার আধিকারিকদের আপনার Krishak Bandhu Status Check করে দেওয়ার আবেদন জানালে তারা অবশ্যই আপনার কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস করে দেবেন, তবে এক্ষেত্রেও আপনার ভোটার কার্ডের প্রয়োজন হবে।