krishak-bandhu-status-check-online
Advertisement

পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। এখন রাজ্যের কৃষকরা খুব সহজেই বাড়িতে বসে মাত্র কয়েক মিনিটে তাদের কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস (Krishak Bandhu Prakalpa Status) চেক করে নিতে পারবেন।

Advertisement

কৃষকবন্ধু প্রকল্পের আওতায় অনুদান প্রদানের প্রক্রিয়া কার্যকর করার সাথে সাথেই কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট মারফত কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা সম্ভব হচ্ছিল না। প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে, ওয়েবসাইটের সার্ভারের সমস্যার কারণে কৃষকরা কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকল্পের স্ট্যাটাস (Krishak Bandhu Prakalpa Status) চেক করতে পারছিলেন না। তবে বর্তমানে কৃষকবন্ধু প্রকল্পের কর্তৃপক্ষের তরফে এই সমস্যার সমাধান করা হয়েছে এবং এখন থেকে কৃষকরা খুব সহজেই কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে মাত্র ২ মিনিটে এই প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।

Advertisement

চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটে কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন:-
১. কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমেই আপনাকে কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://krishakbandhu.net/ -এ যেতে হবে।

২. পরবর্তীতে হোম পেইজে থাকা অপশনগুলির মধ্যে আপনাকে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটি বেছে নিতে হবে।

৩. এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে Search Voter Card অপশনটির অধীনে আপনাকে আপনার ভোটার কার্ডের নম্বরটি সঠিকভাবে লিখতে হবে এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে Submit অপশনে ক্লিক করতে হবে।

এপ্রিলের মধ্যে আধার লিঙ্ক না করলে বন্ধ হবে সমস্ত সরকারি প্রকল্পের টাকা। বিজ্ঞপ্তি প্রকাশ সরকারের

৪. পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি আপনার বিভিন্ন তথ্য সহ কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।

এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে করার সময় কোনোরকম সমস্যার সম্মুখীন হলে অথবা কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে না পারলে অফিসিয়াল হেল্পলাইন নম্বরে ফোন করে আবেদন জানালে প্রকল্পের কর্তৃপক্ষের তরফে আপনার কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেওয়া হবে এবং যেকোনো সমস্যার সমাধান সম্পর্কে জানানো হবে। কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এর হোম পেইজে থাকা হেল্পলাইন অপশনে ক্লিক করলেই আপনারা অফিসিয়াল হেল্পলাইন নম্বর দুটি (8597974989, 6291720406) পেয়ে যাবেন।

আবাস যোজনার টাকা কবে পাওয়া যাবে? জানিয়ে দিল কেন্দ্র।

এছাড়াও এই নম্বর দুটিতে (8597974989, 6291720406) হোয়াটসঅ্যাপ মেসেজ করার মাধ্যমে আপনি কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি হেল্পলাইন অপশনের অধীনে থাকা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ইমেইল আইডি krishak.bandhu@ingreens.in -তে মেইল করার মাধ্যমেও আপনারা আপনাদের যেকোনো সমস্যা সম্পর্কে জানাতে পারবেন।