krishak-bandhu-update-about-the-money-giving
Advertisement

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে রাজ্যে বসবাসকারী কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছে। আর ইতিপূর্বে পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরের তরফে ২০২২ সালের ডিসেম্বর মাসে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রবি মরশুমের টাকা দেওয়ার প্রক্রিয়া কার্যকরী করা হয়েছিলো (Krishak Bandhu update)। তবে ২০২২ সাল শেষ হয়ে নতুন বছর শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের অনেক কৃষকই কৃষকবন্ধু প্রকল্পের অধীনে অনুদান পাননি। আর তাই আগামী দিনে কবে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকরা টাকা পাবেন, তারা আদৌও এই প্রকল্পের অধীনে টাকা পাবেন কিনা তা নিয়ে নানাধরনের প্রশ্ন উঠছে।

Advertisement

আর এই প্রশ্নের উত্তরে বলতে হয়, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে অনুদান দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত রয়েছে এরূপ সকল কৃষকদের একই সাথে একই দিনে অনুদানের টাকা দেওয়া সম্ভব নয়। প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে বেশ কিছুটা সময় প্রয়োজন হয়ে থাকে। আর তাই ডিসেম্বর মাস থেকে শুরু করে এই চলতি মাসে অর্থাৎ জানুয়ারি মাসেও ধাপে ধাপে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কৃষকদের অনুদানের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে (Krishak Bandhu update)।

Advertisement

আবেদন করুন সুকন্যা সমৃদ্ধি যোজনায় এবং আপনার মেয়ের নামে পেয়ে যান সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা।

সুতরাং, আপনিও যদি এখনও পর্যন্ত এই প্রকল্পের অধীনে অনুদানের টাকা না পেয়ে থাকেন তবে চিন্তার কোনো কারণ নেই। আগামী দিনে কৃষকরা খুব শীঘ্রই এই প্রকল্পের আওতায় টাকা পেয়ে যাবেন বলেই দাবি করা হচ্ছে বিভিন্ন মহলের কর্তা ব্যক্তিদের তরফে। যদিও কৃষক বন্ধু প্রকল্পের অধীনে অনুদানের টাকা পাওয়ার শেষ তারিখ কবে তা সম্পর্কে কৃষক বন্ধু প্রকল্পের কর্তৃপক্ষের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে এখানেই শেষ নয়, আগামী দিনে কারা কৃষকবন্ধু প্রকল্পের অধীনে টাকা পাবেন তা নিয়েও কৃষকদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। আর কৃষকদের এই সমস্ত প্রশ্নের উত্তর তাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসেই লুকিয়ে রয়েছে।

বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, যেসমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে Account Valid তারা খুব শীঘ্রই এই প্রকল্পের অধীনে অনুদানের টাকা পেতে চলেছেন। অন্যদিকে, যেসমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে ADA Uploaded বা DDA Approved রয়েছে তাদের স্ট্যাটাস পরিবর্তিত হয়ে Account Valid হলেই তারাও এই প্রকল্পের অধীনে অনুদানের টাকা পেয়ে যাবেন। সুতরাং, আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্ত করে থাকেন এবং এখনও পর্যন্ত অনুদানের টাকা না পেয়ে থাকেন তবে এই প্রকল্পের স্ট্যাটাসে চেক করলেই জানতে পারবেন আপনি আগামী দিনে অনুদানের টাকা পাবেন কি পাবেন না।