লক্ষ্মীর ভান্ডার (lakhimer vhandar)

লক্ষ্মীর ভান্ডার এর নিয়ম বদল জানুন নতুন নিয়ম।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মে মাসে অনেকেরই টাকা ঢোকেনি। কিন্তু এতে ঘাবড়ে যাবার কিছু নেই। এই লক্ষী ভান্ডার অ্যাকাউন্টে কিছু আপডেটের দরকার আছে। লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের চালু করা অনন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। লক্ষী ভান্ডার শুরু হওয়ার পর থেকে যতবার দুয়ারে সরকার হয়েছে ততবার সর্বাধিক সাড়া পাওয়া গেছে লক্ষী ভান্ডার প্রকল্প থেকে। বাড়ির বিবাহিত মহিলাদের কথা ভেবে এই প্রকল্প শুরু করে মুখ্যমন্ত্রী।

কিন্তু গত মে মাসে অনেকের থেকে অভিযোগ শুনতে পাওয়া যায় যে লক্ষীর ভান্ডার ঢোকেনি। বেশ কিছুদিন আগে স্বরাষ্ট্রসচিব ঘোষণা করেছিলেন যেসস অ্যাকাউন্টের সাথে আধার কার্ড যুক্ত করা নেই তাদের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবেনা। এছাড়াও অনেকেই লক্ষী ভান্ডারের টাকা পেতে জয়েন্ট অ্যাকাউন্ট ব্যাবহার করে তাদের ও আর টাকা ঢুকবেনা। এবার থেকে প্রত্যেক মহিলার আলাদা অ্যাকাউনট করতে হবে।

Reserve Bank এর নিয়ম না মানায় জরিমানা ও লাইসেন্স বাতিল হল জনপ্রিয় এই ব্যাংক, বন্ধ সবধরনের লেনদেন।

এইভাবে অন্যের সাথে অ্যাকাউন্ট ব্যাবহার করে একাধিক দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। সরকার তাই ঠিক করেছে দুর্নীতির খবর আটকাতে প্রত্যেকের সঠিক তথ্য তারা এবার থেকে রাখবে।
তবে চিন্তার কোনো কারণ নেই লক্ষী ভান্ডারের টাকা দেওয়া বন্ধ হচ্ছেনা। আপনার আপনাদের অ্যাকাউন্ট সঠিকভাবে আপডেট করিয়ে নিন তাহলেই হবে।

শুধুমাত্র লক্ষী ভান্ডার নয় সরকার কোনো ধরনের প্রকল্পই বন্ধ করছেনা এই মূহুর্তে। সব প্রকল্পের আবেদন নতুন করে নেওয়া হয়েছে শেষ দুয়ারে সরকার প্রকল্পে। সামনেই পঞ্চায়েত ভোট সাধারণ মানুষকে কোনো অসুবিধায় ফেলতে চাননা মুখ্যমন্ত্রী। লক্ষীর ভান্ডারের মতো জনপ্রিয় আরো কিছু স্কিম হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বার্ধক্য ভাতা,বিধবা ভাতা। সম্প্রতি মুখ্যমন্ত্রী বেকার যুবকদের বাণিজ্যিক সাহায্যর্থে অনেক প্রকল্পও শুরু করেছে।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link