লক্ষ্মীর ভান্ডার আওতাভুক্ত মহিলাদের জন্য রয়েছে আরও এক নতুন আপডেট। রাজ্যের মহিলাদের উন্নয়নের খাতিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কার্যকর করা হলেও এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে বেশ কতোগুলি শর্ত কার্যকর করা হয়েছিল (Lakshmir Bhandar Payment)। আর এবারে খোদ নবান্নের তরফে এক নির্দেশিকা জারি করে লক্ষ্মীর ভান্ডারের আওতায় অনুদান পাওয়ার ক্ষেত্রে আরো এক নতুন শর্ত কার্যকর করা হলো। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে কার্যকরী লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত এই নতুন আপডেট নিয়ে রাজ্যের মহিলাদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে কোনো নতুন আপডেট কার্যকর করা হয়েছে তা জানতে রীতিমতো উৎসুক হয়ে উঠেছেন সমগ্র রাজ্যের মহিলারা (Lakshmir Bhandar Payment)।
চলুন তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই নতুন আপডেট সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:-
রাজ্য সরকারের তরফে জারি করা এই নতুন নির্দেশিকায় জানানো হয়েছে যে, আগামী মে মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের আওতায় অনুদানের টাকা পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে হবে। অর্থাৎ আগামী মাস থেকে রাজ্য সরকারের তরফে কার্যকরী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় অনুদানের টাকা পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা বাধ্যতামূলক, এমনটাই জানানো হয়েছে মুখ্যসচিব হরিকৃষ্ণ দিবেদির তরফে জারি করা এই নির্দেশিকায়। আধার সংযুক্তিকরণ না করা হলে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে বারংবার নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হয় রাজ্য সরকারের কর্মকর্তাদের। আর তাতেই লক্ষ্মীর ভান্ডারের টাকায় অনুদান প্রদানের ক্ষেত্রে বারবার আধা সংযুক্তিকরণ এর উপর জোর দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে।
তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি এই নির্দেশিকায় আরো জানানো হয়েছে যে, আবেদনকারীর যে ব্যাংক অ্যাকাউন্টে আধার নম্বরটি যুক্ত রয়েছে সেটি অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডারের আওতায় অনুদানের টাকা পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। যেসমস্ত মহিলারা ইতিপূর্বে জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডারের আওতায় আবেদন জানিয়েছিলেন এবং টাকা পেয়েছেন আগামী দিনে তারা কোনোভাবেই এই প্রকল্পের আওতায় অনুদানের টাকা পাবেন না বলেই জানা গিয়েছে। সুতরাং, ইতিপূর্বে যেসমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডারের আওতায় অনুদানের টাকা পেয়েছেন এবং নতুন করে যেসমস্ত মহিলারা দুয়ারে সরকারের আওতায় লক্ষ্মীর ভান্ডারের অনুদানের জন্য আবেদন জানিয়েছিলেন, প্রত্যেককেই আধার নম্বর লিঙ্ক রয়েছে এরূপ সিঙ্গেল অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডারের আওতায় অনুদান পাবেন।
আর এই নিয়ম না মানলে লক্ষ্মীর ভান্ডারের আওতাভুক্ত মহিলাদের এই প্রকল্পের আওতায় অনুদান প্রদানের প্রক্রিয়া বন্ধ করা হবে। এর পাশাপাশি এই নির্দেশিকায় মুখ্যসচিবের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, যেসমস্ত মহিলারা নতুন করে দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডারের আওতায় অনুদান পাবার জন্য আবেদন জানিয়েছেন তাদের আবেদন পত্রের পাশাপাশি আধার সম্মতিপত্র জমা দিতে হবে, নচেৎ কোনোভাবেই তাদের আবেদনপত্রটি গ্রহণ করা হবে না। সুতরাং, আপনিও যদি লক্ষ্মীর ভান্ডারের অধীনে অনুদান পেয়ে থাকেন তবে যতো দ্রুত সম্ভব নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরটি লিংক করুন, নতুবা আপনিও মে মাস থেকে এই প্রকল্পের আওতায় অনুদানের টাকা পাবেন না।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link