lakshmir-bhandar-payment-update-february
Advertisement

নারী উন্নয়নের খাতিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকারের তরফে যেসমস্ত প্রকল্পগুলি কার্যকর করা হয়েছে, তার মধ্যে বাংলার গৃহলক্ষ্মীদের জন্য কার্যকরী লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গে বসবাসকারী অধিকাংশ মহিলাই ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন। আর তাতেই পশ্চিমবঙ্গের মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে এই ফেব্রুয়ারি মাসের অনুদানের টাকা (Lakshmir Bhandar Payment) কবে পাবেন তা জানতে নানাধরনের প্রশ্ন উঠেছে।

Advertisement

আর নাগরিকদের এই সমস্ত প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, পুরোনো উপভোক্তা সহ ইতিপূর্বে ২০২২-এর শেষে যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডারের অধীনে আবেদন জানিয়েছিলেন তারা এই চলতি মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় অনুদান পেতে চলেছেন (Lakshmir Bhandar Payment)। এর পাশাপশি লক্ষ্মীর ভান্ডারের কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে যে, আজ অর্থাৎ ৬ই ফেব্রুয়ারি তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের অনুদান প্রদানের প্রক্রিয়া কার্যকর করা হবে।

Advertisement

অন্যদিকে, রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ইতিপূর্বে যেসমস্ত মহিলাদের অনুদান পাওয়ার ক্ষেত্রে নানারকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাদের সেই সমস্ত সমস্যার সমাধান করা হয়েছে এবং এই ফেব্রুয়ারি মাস থেকেই তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে টাকা পেতে চলেছেন। তবে যেসমস্ত মহিলাদের এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক করার প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয়নি তারা আগামী দিনে কোনোভাবেই এই প্রকল্পের অধীনে অনুদানের টাকা পাবেন না। এমনকী যেসমস্ত মহিলাদের IFSC CODE -এর সমস্যা রয়েছে তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে অনুদানের টাকা পাবেন না এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন সূত্রের তরফে।

এই চারটি ডকোমেন্স জমা না করলে মিলবেনা পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা।

এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, কোনো মহিলা যদি এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং কোনো কারণবশত লক্ষ্মীর ভান্ডারের অধীনে অনুদান না পেয়ে থাকেন তাদের নিজস্ব এলাকার বিডিও অফিসে যোগাযোগ করতে হবে এবং সমস্যাটি সম্পর্কে জানিয়ে দরখাস্ত লিখতে হবে তবেই পরবর্তীতে তাদের সে সমস্যার সমাধান করা হবে এবং তারা পুনরায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে অনুদানের টাকা পাবেন।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

এছাড়াও লক্ষ্মীর ভান্ডারের কর্তৃপক্ষের তরফে এও জানানো হয়েছে যে, আজ অর্থাৎ ফেব্রুয়ারি ৬ তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারের অধীনে অনুদান প্রদানের প্রক্রিয়া কার্যকর করা হলেও রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে বেশ খানিকটা সময় লাগবে। একইসাথে রাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সমস্ত মহিলার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা সম্ভব নয় বলেই রাজ্যের গৃহলক্ষ্মীদের কাছ থেকে বেশ খানিকটা সময় চেয়ে নেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডারের কর্তৃপক্ষের তরফে। সুতরাং, রাজ্যের মহিলারা খুব শীঘ্রই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে ফেব্রুয়ারি মাসের অনুদানের টাকা পেয়ে যেতে চলেছেন।