lakshmir-bhandar-status-chack-sitting-at-home
Advertisement

রাজ্য সরকারের তরফে রাজ্যের মহিলাদের উন্নয়নের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের গৃহলক্ষ্মীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কার্যকরী করা হয়েছিল। আর ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় অনুদান বন্টন এর প্রক্রিয়াও কার্যকর করা হয়েছে।

Advertisement

আর তাতেই রাজ্যের গৃহবধূ তথা রাজ্যে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে বারংবার প্রশ্ন উঠেছে যে, তারা কিভাবে জানবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে কিনা। আর এই প্রশ্নের উত্তরে আজ আমরা এমন এক পদ্ধতি নিয়ে আলোচনা করতে চলেছি, যার মাধ্যমে আপনারা বাড়িতে বসেই নিজের মোবাইল ফোনের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে দেখে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ট্রান্সফার করা হয়েছে কিনা (Lakshmir Bhandar Status Chack)।

Advertisement

বাড়িতে বসেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস সম্পর্কে জানার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে রাজ্য সরকারের তরফে কার্যকরী লক্ষ্মীর ভান্ডার পোর্টাল https://socialsecurity.wb.gov.in/login -এ। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখে Generate OTP অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটি OTP আসবে।

নতুন করে শুরু হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়ার প্রক্রিয়া। আপনি কবে টাকা পাবেন জেনে নিন

এক্ষেত্রে আপনার মোবাইলে আসা OTP টি সঠিকভাবে সঠিক স্থানে সঠিকভাবে লিখে submit অপশনে ক্লিক করলেই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। একইভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে কিনা তাও আপনি দেখে নিতে পারবেন।

এক্ষেত্রে আরো জানিয়ে রাখি যে, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে যোগাযোগ করলেও আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে কিনা তা জেনে নিতে পারবেন। তবে এর জন্য আপনাকে আপনার পাসবই আপডেট করতে হবে। এছাড়াও আপনি আপনার মোবাইলে পাসবুক অ্যাপ ডাউনলোড করার মাধ্যমে দেখে নিতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে অনুদানের টাকা পেয়েছেন কিনা।

নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে আবেদন করলেই মিলবে ৫ শতক জমি। আবেদন পদ্ধতি জেনে নিন।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিপূর্বে ২০২২ সালের নভেম্বর এবং ডিসেম্বর মাসে রাজ্যের বিভিন্ন জেলায় যেসকল দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল তাতে বহু সংখ্যক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করার আবেদন জানিয়েছিলেন। ইতিমধ্যেই এই নতুন বছরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াও শেষ করা হয়েছে অর্থাৎ নতুন আবেদনকারীরাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় অনুদান পেতে চলেছেন।