land-record-aadhaar-link-is-must-for-all-from-now

পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতে বসবাসকারী নাগরিকদের জন্য আধার কার্ড ক্রমান্বয়ে একটি গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠছে। এতোদিন পর্যন্ত রেশন কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত করার নির্দেশ জারি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। তবে এবারে দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করে তুলতে কেন্দ্রীয় সরকারের তরফে যেকোনো সম্পত্তির সাথে আধার কার্ড সংযোগের বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করা হয়েছে (Land Record Aadhaar Link)। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, ইতিমধ্যেই স্থাবর-অস্থাবর সমস্ত প্রকার সম্পত্তির নথির সাথে আধার কার্ড সংযোগের বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টকে পর্যালোচনা করার অনুরোধ জানানো হয়েছে।

এই আবেদনে হাইকোর্টকে জানানো হয়েছে যে, দুর্নীতি, কালো টাকা এবং যেকোনো রকম বেনামী লেনদেন আটকানোর ক্ষেত্রে সম্পত্তির নথির সাথে আধার সংযুক্ত করার পদক্ষেপ অত্যন্ত জরুরি বলেই মনে করা হচ্ছে (Land Record Aadhaar Link)। এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, বেশি অংকের আর্থিক লেনদেনের টাকা জুয়া, সন্ত্রাসবাদ, অস্ত্রপাচার -এর মতো দুর্নীতিমূলক কাজে বিনিয়োগ করা হয়ে থাকে। এমনকী বেনামী লেনদেনের টাকা আবাসন এবং সোনার আর্থিক মূল্যবৃদ্ধি ঘটায়। আর এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য যেকোনোরকম সম্পত্তির নথির সাথে আধার সংযোগের দাবি জানানো হয়েছে। হাইকোর্টের কাছে এই অনুরোধ পেশ করা হলে অনুরোধের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের বক্তব্য জানতে আগ্রহী হাইকোর্ট।

আরও পড়ুনঃ- শুরু হলো আধার ভেরিফিকেশন, মাত্র ২ মিনিটে করে নিন এই গুরুত্বপূর্ণ কাজ

দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এবং বিচারপতি যশবন্ত বর্মার বেঞ্চ কেন্দ্রীয় সরকারের অর্থ, আইন, আবাসন, নগরোন্নয়ন এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য জানতে চেয়েছেন। এর জন্য কেন্দ্রীয় সরকারের এই সমস্ত দপ্তরকে ৪ সপ্তাহের সময় দেওয়া হয়েছে বিচারপতির তরফে। হাইকোর্টের অনুমোদন সহকারে এইরূপ নিয়ম কার্যকর করা হলে, দুর্নীতি ও কালো টাকা বন্ধ করার ক্ষেত্রে এটি যথেষ্ট ভালো একটি পদক্ষেপ হবে বলেই মনে করা হচ্ছে আইনজীবীদের তরফে। কেন্দ্রীয় সরকারের তরফ এইরূপ পদক্ষেপ নেওয়া হলে আগামী দিনে কালো টাকা এবং দুর্নীতি সম্পর্কিত দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া যাবে, এমনটাই মনে করছেন আইনজীবী অশ্বিনী উপাধ্যায়।

আরও পড়ুনঃ- এবার ঘরে বসেই মাত্র দু মিনিটে জানতে পারবেন আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস। সহজ পদ্ধতি জেনে নিন

এর পাশাপাশি তিনি এও দাবি করেছেন, সমস্ত দেশবাসীর স্থাবর-অস্থাবর সম্পত্তির সঙ্গে আধার নম্বর যুক্ত করা হলে আগামী দিনে দেশে আর্থিক বৃদ্ধির হার ২% বৃদ্ধি পাবে। স্থাবর-অস্থাবর সমস্ত প্রকার সম্পত্তির সাথে আধার নম্বর সংযুক্ত করার প্রক্রিয়া কার্যকর করা হলে আগামীদিনে নির্বাচন প্রক্রিয়ায় কালো টাকা এবং বেনামী সম্পত্তির প্রতিপত্তি কমবে। ফলত আগামী দিনে নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহলের ব্যক্তিত্বরা। যদিও আগামী দিনে এই নিয়ম কার্যকর হবে কিনা তা সম্পূর্ণরূপে নির্ভর করছে হাইকোর্টের উপরে। তবে আগামী দিনে সম্পত্তির নথি এবং আধার কার্ড সংযুক্ত করার এই নিয়ম কার্যকর হবে কি না তা জানতে রীতিমতো উৎসুক হয়ে রয়েছেন পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের নাগরিক এবং রাজনৈতিক মহলের কর্তাব্যক্তিরা।