laxmir-bhandar-new-update-for-aadhar-link
Advertisement

এই মাসে অনেকেই পাবেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা, জানুন কেন?

লক্ষী ভান্ডারের বিষয়ে একাধিক নির্দেশিকা জারি। একাধিক ব্যাঙ্কের অ্যাকাউন্ট জন্য নোটিস জারি করেছে। লক্ষী ভান্ডারের আবেদন প্রতিটি দুয়ার সরকার ক্যাম্পে বেড়েই চলছে। রাজ্য সরকার এই প্রকল্প বন্ধ করার কথা ভাবছেইনা যে পরিমাণ সাফল্য পেয়েছে এই প্রকল্প থেকেই। বর্তমানে রাজ্য সরকারের চালু করা এই প্রকল্পকে রাজ্যের অনেক বিরোধী দলও হাতিয়ার করতে চাইছে।

Advertisement

এছাড়াও পশ্চিমবঙ্গ ছাড়াও অনেক রাজ্যই তাদের নির্বাচনী ইশতেহারে বিবাহিত মহিলাদের স্বনির্ভর করার কথা বলে লক্ষীর ভান্ডারের পথ অনুসরণ। ৫০০ টাকা থেকে ১০০০টাকা পায় এখানে মহিলাদের। তবে জুন মাস থেকে একাধিক মহিলাদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি।

Advertisement

অনেকেই লক্ষী ভান্ডারের টাকা তৎক্ষণাৎ নেবে বলে তখনই জয়েন্ট অ্যাকাউন্টের ডিটেলস দেয়। সেইখান দিয়েই এতদিন তারা টাকা পেত। কিন্তু এবার থেকে সেই অ্যাকাউন্ট দিয়ে আর টাকা আসবেনা। প্রত্যেকের আলাদা বাধ্যতামূলক হয়ে গেছে। এইসব অ্যাকাউন্ট থেকে একাধিক জালিয়াতি হচ্ছে। সেইসব বেহিসাবি টাকা সরকার ধরতে পারছেনা। তাই চাইছে মাথাপিছু হিসাব রাখছে।

SBI গ্রাহকদের জন্য বড় খবর, ঘটতে চলেছে আমুল পরিবর্তন, না জানলে বিপদে পড়বেন।

বর্তমানে সময়ে একাধিক ব্যাঙ্ক মার্জ হচ্ছে যেমন পাঞ্জাব ব্যাঙ্ক,সেন্ট্রাল ব্যাঙ্ক,সেন্ট্রাল ব্যাঙ্ক ইত্যাদি। এর সাথে সাথে তাদের আইএফসি কোডের পরিবর্তন হচ্ছে। এই আপডেট অ্যাকাউন্ট থেকে টাকট তোলার জন্য অত্যন্ত জরুরি। তাই এখানে যাদের অ্যাকাউন্ট আছে তাদের আইএফসি কোডের আপডেটের দরকার আছে।

অনেক অ্যাকাউন্টেরই আবার আধার আপডেট নেই। সেই তথ্যও অত্যন্ত জরুরি আধার আপডেট না থাকায় অনেকেই টাকা পাচ্ছেনা। এই সব তথ্য ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। তাই টাকা না পেলে এটা ভাবার দরকার নেই যে প্রকল্প বন্ধ হয়ে গেছে।