কীভাবে বিনিয়োগ করবেন এই প্ল্যানে, জানুন বিস্তারিত।
এলআইসি নিয়ে এল এবার মহিলাদের জন্য ধামাকাদার প্ল্যান। কোনো মহিলা যদি দিনে আটান্ন টাকা জমা করেন তাহলে পাবেন আট লাখ টাকা রিটার্ন। এলআইসিতে সব বছরের বিনিয়োগ হয়। ভারতবর্ষের সব থেকে বিশ্বস্ত ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠান। এখানে যে শুধু বিনিয়োগেই নিশ্চিত রিটার্ন পাওয়া যায় তা নয়। এখানে ডেথ বেনিফিটও পাওয়া যাবে। তার ব্যাতিক্রম নয় এই আধার শীলা পলিসিও । শিশুদের জন্য ভবিষ্যৎ সুরক্ষিত করারও একাধিক প্ল্যানও আছে। এই আধার শীলা পলিসির একটি বৈশিষ্ট্য এখান থেকে যেকোনো ধরনের ঋণ পাওয়া যায়।
কোনো ব্যাক্তি যদি মারা যায় এই পলিসি করার পর মাঝপথেই তাহলে তাঁর পরিবার লয়্যালটি অ্যাডিশনের সুযোগ পাবেন এবং পুরো অর্থই ফেরত দেওয়া হবে। আট থেকে আটান্ন বছরের যেকোনো মহিলা এখানে সর্বোচ্চ ২০ বছর টাকা রাখতে পারে। এই পলিসির জন্য ঋণ দেওয়া হবে সারেন্ডার ভ্যালুর ৯০ শতাংশ এবং ইন এর সারেন্ডার ভ্যালু ৮০ শতাংশ।
যদি ২০ বছরের কোনো মহিলা এই পলিসিতে বিনিয়োগ করেন তাহলে এই ২০ বছরে জমা দেবেন তিনি ৪,২৯,৩৯২ টাকা এবং তিনি এখান থেকে রিটার্ন পাবেন প্রায় ৮ লক্ষ টাকা। এখানে বিনিয়োগ করা হয় ত্রৈমাসিক,ষণ্মাষিক, বাৎসরিক।
২০০০ টাকার নোটের পর কয়েন নিয়ে বড় সতর্কতা RBI এর, এমনটা তো হবারই ছিলো।
এলআইসির মতো প্রতিষ্ঠানে বিনিয়োগে যেকোনো ধরনের শর্তেই আপনি আপনার রিটার্ন পাবেন। এই প্ল্যানে আপনাকে গাড়ির ইএমআই এর সুবিধাও দেওয়া হবে। অল্প বয়সে যদি বিনিয়োগ করেন তাহলে সেই টাকা রিটার্ন নিয়ে অন্য কোনো জায়গাতেই আবার ইনভেস্ট করতে পারবেন। সেই টাকা হয়তো দুই গুণের জায়গায় তিনগুণ ও হতে পারে। এখানে বিনিয়োগ করতে শুধুমাত্র নাগরিক পরিষেবার প্রমাণপত্র আধার কার্ডই লাগবে।