LIC এর এই স্কিমে টাকা জমিয়ে গড়ে তুলুন সুন্দর ভবিষ্যৎ।
LIC তে মাত্র সাত হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন ৫৪ লক্ষ্য টাকা। নিরাপত্তার সাথে ভালো রিটার্ন ইনভেস্টমেন্ট কে আর না চায়। ইনভেস্টমেন্ট প্রতিটি মানুষের কাছে জমানো অতিরিক্ত টাকা। এই টাকাকে সবাই নিরাপদে রাখতে চায়। এই নিরাপত্তার ক্ষেত্রে এলআইসি র থেকে বড়ো ভরসার জায়গা ভারতবাসীর আর কিছু নেই।
এখানে একজন LIC পলিসি হোল্ডারকে ডেথ বেনিফিটও দেওয়া হয়। কোনো ব্যাক্তি মারা গেলে তার পরিবারকে তার প্ল্যান আগের ম্যাচিউরিটির কথা অনুযায়ী ফেরত দিয়ে দেয়। এলআইসি এবার শুরু করতে চলেছে একটি নতুন প্ল্যান জীবন লাভ পলিসি। যেকোনো ব্যাক্তি এখানে ১৮ বছর থেকে বিনিয়োগ করতে পারেন। যেখানে আপনাকে বছরে প্রায় ৯১ হাজার টাকা বিনিময় করতে হবে।
রাজ্য বাসীদের জন্য সুখবর। এই মাসে পাবেন ডবল রেশন, জানুন কোন কোন কার্ডে পাবেন এই সুবধা।
LIC-র এই পলিসিতে প্রতি মাসে ৭৫৭২ টাকা জমা করতে হবে। এখানে আপনি ১০,১৩,১৬ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন এবং সর্বোচ্চ ৫৯ বছর অবধি বিনিয়োগ করতে পারবেন। এই পলিসিতে আপনাকে মোট কুড়ি লক্ষ্য টাকা জমা করতে হবে যাতে আপনি রিটার্নে ৫৪ লাখ টাকা পাবেন। ম্যাচিউরিটির সময় আপনি আরো অ্যাডিশনাল বোনাস এবং রিভার্সিনারি বোনাস পাবেন।
প্রায় তিন গুণ রিটার্ন পাওয়া পলিসি হাতছাড়া করবেন না। আপনার ছেলেমেয়ের সাথে নিজেদের ভবিষ্যৎ নিয়েও আর ভাবতে হবেনা এই রিটার্ন পেলে। সব বয়সের মানুষের জন্যই LIC-র স্কিম আছে। আপনি যেকোনো স্কিম বেছে নিতেই পারেন ইচ্ছামতো। এখন আর কোনো এজেন্টের উপর ভরসা না রেখে সরাসরি ওয়েবসাইটেও যেতে পারেন। সঠিক প্ল্যান আপনি বিস্তরে সেখান থেকে জেনে নিতে পারবেন। জীবন বিমা না করা লোক অবশ্য অনেক কম বলাই চলে।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link