Lok Sabha Bill 2023 to Limit Wedding Cost by limiting 100 Guests and 10 Dish Menu
Advertisement

বাঙালিদের কাছে বিয়ে (Bengali Marriage) মানেই উৎসবের মত। আত্মীয় স্বজন, খাওয়া দাওয়া, ঝকমকে আলো আর নাচ গান। কিন্তু বাইরে থেকে দেখে আনন্দ উৎসব মনে হলেও মেয়েদের বাড়ির ক্ষেত্রে বিয়ের মস্ত আয়োজন অনেক সময় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। এই নিয়ে বিতর্ক দীর্ঘদিনের! তবে এবার এই প্রথার বিরোধিতা করে লোকসভায় নতুন বিল (Lok Sabha Bill 2023) নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Advertisement

কি বলা হয়েছে নতুন এই বিলে? এখানে বলা হয়েছে বিয়ে বাড়িতে অতিরিক্ত খরচ একটা সীমা পর্যন্ত নির্ধারিত করে দিতে হবে। যার মধ্যে বিয়েতে আমন্ত্রিত অতিথিদের সংখ্যা সর্বোচ্চ ১০০ জন করার দাবি জানানো হয়েছে। এছাড়াও বিয়ের খাদ্য তালিকায় ১০টির বেশ পদ রান্না করা যাবে না বলে জানা যাচ্ছে। অবশ্য এখানেই শেষ নয়, বিয়েতে পাওয়া উপহার যাতে অতিমূল্যবান না হয় সেক্ষেত্রেও লাগাম টানার কথা বলা হয়েছে।

Advertisement
Lok Sabha Bill 2023 on Indian Wedding Budget

কিন্তু প্রশ্ন হল দীর্ঘদিন ধরে চলতে থাকা এই রীতি নিয়ে হটাৎ কেন বিল পেশ করা হল লোকসভায়? উত্তরের শুরুতেই বলতে হয় পাঞ্জাব কংগ্রেসের সংসদ যশবীর সিং এর কথা। তিনিই ২০২০ সালে লোকসভায় এই বিল নিয়ে আলোচনা শুরু করেন। তাঁর বক্তব্য ছিল, বিয়েতে যে বিপুল পরিমাণ বাজে খরচ হয় সেটা বন্ধের জন্যই এই বিলের প্রস্তাবনা করা হয়েছে।

আরও পড়ুনঃ কৃষক বন্ধু প্রকল্পে বড়সড় আপডেট, নাম যাচাই শুরু হতেই বাতিল অজস্র নাম

যশবীর সিংয়ের মতে, আমাদের চারিদিকে কান পাতলেই শোনা যায় মেয়ের বিয়ের জন্য জমি, বাড়ি বিক্রি বা ব্যাঙ্ক থেকে বড়সড় লোন নিতে হয়। এতে মানুষের সারাজীবনের সঞ্চয় তো শেষ হয়ই সাথে ভবিষ্যতেও আর্থিক সঙ্কট তৈরী হয়। তাই বিয়েতে যে পরিমাণ অর্থ ব্যয় হয় সেই টাকাই গরিবদের সেবার উদ্দেশ্য ব্যবহার করা যেতে পারে। এই কথাও বিলের বলা হয়েছে।

এছাড়াও বিয়ের খাবারের মেনু প্রসঙ্গে তাঁর মত, এমন বহু বিয়েবাড়ির আয়োজন দেখা যায় যেখানে অগুনতি রকমের আইটেম দেওয়া হয়। এতে যেমন ব্যাপক অর্থ খরচ হয়, তেমনি খাবারের নষ্টের হারও অনেক বেশি হয়। তাই এই ধরণের বাজে খরচ কমানোর জন্যই এই বিলের প্রস্তাবনা করা হয়েছে।