lpg-cylinder-will-be-available-at-500-rupees-only
Advertisement

বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাসকারী নাগরিকরা যে টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি এবং ক্রমান্বয়ে বেড়ে চলা মূল্যবৃদ্ধির সম্মুখীন হয়েছেন তাতে দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির দাম কমাতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে বিভিন্ন রাজ্যগুলির রাজ্য সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকার। আর ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফের গ্যাসের দাম (LPG Cylinder) সংক্রান্ত এমন এক ঘোষণা করা হয়েছে, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্যবাসীর মধ্যে। রাজ্য সরকারের তরফে কার্যকরী গ্যাসের দাম সংক্রান্ত নির্দেশিকায় জানানো হয়েছে যে, এখন থেকে মাত্র ৫০০ টাকায় পাওয়া যাবে ১ টি এলপিজি সিলিন্ডার এবং সম্পূর্ণ বছরে এই দামে গ্রাহকরা ১২ টি গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) কিনে নিতে পারবেন।

Advertisement

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

আজ্ঞে হ্যাঁ, এমনটাই জানানো হয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রীর তরফে। বিগত ২০২২ সালের ১৯শে ডিসেম্বর তারিখে রাজস্থানের মুখ্যমন্ত্রীর তরফে সাধারণ মানুষের স্বার্থে এইরূপ এক নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল। এর পাশাপাশি আরও জানানো হয়েছিল যে, ২০২৩ সালের ১লা এপ্রিল থেকে এই নিয়মটি সমগ্র রাজস্থান জুড়ে কার্যকরী হবে। ইতিমধ্যেই ১লা এপ্রিল থেকে রাজস্থানের সাধারণ মানুষের জন্য এই নিয়মটি কার্যকর করা হয়েছে। তবে সমগ্র রাজস্থানের মানুষ এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন না।

Advertisement

এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে রাজস্থান সরকারের তরফে কার্যকরী নির্দেশিকায় কতোগুলি শর্তের উল্লেখ করা হয়েছে। যেসমস্ত পরিবারগুলো এই শর্ত মেনে চলবে তারাই কেবলমাত্র এই বিশেষ মূল্যে বাড়িতে রান্না ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারগুলি কিনে নিতে পারবেন। রাজস্থান সরকারের তরফে কার্যকরী এই নির্দেশিকায় জানানো হয়েছে যে, রাজস্থানে বসবাসকারী যেসমস্ত পরিবারগুলি এখনো পর্যন্ত দরিদ্র সীমার নিচে রয়েছেন তারাই কেবলমাত্র ৫০০ টাকা মূল্যে ১৪.২ কেজির বাড়িতে রান্নার ক্ষেত্রে ব্যবহৃত LPG সিলিন্ডার কিনে নিতে পারবেন। অর্থাৎ যেসমস্ত পরিবারের সদস্যদের BPL কার্ড রয়েছে তারাই কেবলমাত্র এই নতুন প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন।

প্রকাশিত হলো যুবশ্রী প্রকল্পের নতুন ওয়েটিং লিস্ট। নিজের নাম চেক করতে ক্লিক করুন।

বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, সমগ্র ভারতে যে হারে মূল্যবৃদ্ধি বাড়ছে তা থেকে সাধারণ মানুষকে রেহাই দেওয়ার জন্য রাজস্থান সরকারের তরফে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। তবে শুধুমাত্র এই প্রকল্পটি নয় রাজ্য সরকারের তরফে রাজ্যের দরিদ্র জনগণের জন্য আরও কতোগুলি নতুন প্রকল্প কার্যকর করা হয়েছে। আর এই প্রকল্প গুলি হলো:-

১. রাজস্থান সরকারের তরফে জারি করা নতুন নিয়ম অনুসারে এপ্রিল থেকে মহিলারা বাস ভাড়ার ক্ষেত্রে ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে নারী উন্নয়ন এবং মহিলাদের অগ্রাধিকার প্রদানের জন্যই রাজস্থান সরকারের তরফে এরূপ নিয়ম কার্যকর করা হয়েছে।

২. অন্যদিকে, রাজ্য সরকারের তরফে নির্ধারিত নিয়মে জানানো হয়েছে যে, এই নতুন অর্ধবর্ষের শুরু থেকেই রাজস্থানের নাগরিকরা ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। ইতিপূর্বে রাজ্য সরকারের তরফে ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হতো তবে এবারে তা বাড়িয়ে ১০০ ইউনিট করা হয়েছে।

ইউটিউবে ভিডিও তৈরির মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করবেন? রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি।

৩. এছাড়াও রাজস্থানের রাজ্য সরকারের তরফে জারি করা নির্দেশিকা অনুসারে রাজ্যের সাধারণ জনগণ চিরঞ্জীব প্রকল্পের আওতায় ২৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাবেন। এমনকি ১০ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাবেন এই প্রকল্পের অধীনে থাকা ব্যক্তিরা।

এ পাশাপাশি আরও জানা গিয়েছে যে, রাজ্যের গম চাষীদের অধিক সুবিধা প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর তরফে বেশ কিছু নতুন প্রকল্প কার্যকারী করা হবে। যদিও এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে এ সংক্রান্ত কোনো নির্দেশিকা প্রকাশ করা হয়নি। তবে রাজ্যজুড়ে কার্যকরী এই নতুন নিয়ম এবং প্রকল্পের মাধ্যমে আগামী দিনে যথেষ্ট উপকৃত হতে চলেছেন রাজস্থানের সাধারণ মানুষ, এমনটাই দাবি করা হচ্ছে সংশ্লিষ্ট মহলের ব্যক্তিত্বদের তরফে। আর ১লা এপ্রিল থেকে এই সমস্ত প্রকল্পের সুবিধা কার্যকর করায় রাজস্থানের রাজ্যবাসীর খুশির জোয়ার বাঁধ ভেঙেছে।