কতটা কমতে পারে গ্যাসের দাম? জানুন।
আজই ঘোষণা হবে গ্রার্হস্থ্য সিলিন্ডারের দাম। বেশ কিছু বছর ধরে সংস্থাগুলি মাসের প্রথমদিকেই সিলিন্ডারের দাম ঠিক করে দেয়। সাধারণ মানুষ রীতিমত আতঙ্কে থাকে দাম কমার দিনই কম এসেছে বেশ কিছু মাসে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিছুটা কমিয়েছিল সংস্থা। তাই অনেকেই আশা করেছিল হয়তো সাধারণ মানুষের খরচ কিছুটা কমাতে উদ্যোত হবে। পেট্রোল, ডিজেল, গ্যাস, সিলিন্ডারের দাম বাড়াতে সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে কিন্তু করার কিছু নেই তাদের।
মে মাসে কোনোরকম দামে পরিবর্তন আনেনি। বর্তমানে কলকাতায় গার্হস্থ্য সিলিন্ডারের দাম নেয় ১১২৯ টাকা এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯৬০ টাকা। আগে এই দাম ছিল ২০০০ টাকার উপরে। মে মাসে ১৭২ টাকা দাম কমানোয় এই দাম হয়েছে।
বর্তমানে চেন্নাইতে গার্হস্থ্য ১১১৮.৫০ টাকা। দিল্লীতে এই এলপিজি সিলিন্ডারের দাম ১১০৩ টাকা। আবার মুম্বইতে এই সিলিন্ডারের দাম কিছুটা বেশি ১১১২ টাকা। এখানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮০৮ টাকা। দিল্লীতে বাণিজ্যিক গ্যাসের দাম ১৮৫৬ টাকা।
লক্ষ্মীর ভাণ্ডারের দিন শেষ, চালু হল নারায়ন ভাণ্ডার প্রকল্প, আবেদন করলেই পাবেন মাসে ২০০০ টাকা।
আবার উজালা প্রকল্পের মেয়াদ বাড়ালো কেন্দ্র। ২০১৬ সালে শুরু হওয়া এই প্রকল্প আর্থিক দারিদ্রসীমার নীচে পরিবারগুলির সাহায্যর্থে কেন্দ্র শুরু করে। বাড়ির মহিলাদের নামে কানেকশন নিতে হত। এছাড়াও দুশো টাকার ভর্তুকি দেওয়া এখনো চলবে। বাণিজ্যিক গ্যাসের দাম কম থাকলে খাবারের দাম বাড়ায়না রেস্টুডেন্টগুলি। সরকার চাইলে কিছুটা দাম তারা গার্হস্থ্য গ্যাসেও কমাতে পারে।