LPG Gas(এল পি জি গ্যাস)

LPG Gas – রান্নার গ্যাস দাম কমলেও খুশি নন সাধারণ মানুষ। জানুন নতুন রেট।

মে মাসের শুরুতেই কমল গ্যাসের (LPG Gas) দাম। সাধারণ মানুষ তাতে বিন্দুমাত্র খুশি নয়। রান্নার গ্যাসের প্রতি মাসে দাম বাড়া নিয়ে নাভিশ্বাস ছুটছে মধ্যবিত্তের। কিন্তু না কেনা ছাড়া তো উপায় নেই কোনো। প্রায় প্রতি মাসে একটি করে সিলিন্ডার লাগে প্রতিটি পরিবারের।

মার্চ মাসের আগের মাস অবধি প্রায় প্রতি মাসে গ্যাসের দাম বেড়েছে, এই দুই মাস হলো গ্যাসের দাম বাড়েনি। কাঠ কয়লায় রান্না করা প্রায় উঠে গেছে প্রতিটি পরিবারের কাছ থেকেই। সরকারের পক্ষ থেকে অনেকরকম প্রকল্প শুরু করেছে কিছুটা সাশ্রয়ের জন্য কিন্তু প্রতিটি পরিবার সেই সুবিধা পায়না।

Dhirubhai Ambani Scholarship এ আবেদন করলেই মিলবে নগদ 41000 টাকা, জানুন আবেদন পদ্ধতি।

আমজনতা এই গ্যাসের দাম কমাতে খুশি নয় যেহেতু রান্নার গ্যাসের (LPG Gas) দাম কমেনি শুধুমাত্র বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। প্রায় ১৭১ টাকা কমেছে প্রতিটি সিলিন্ডারে। কলকাতায় রান্নার গ্যাসের দাম ১১২৯ টাকা এবং বিহারে গ্যাসের দাম ১২০১ টাকা। এপ্রিল মাসেই বাণিজ্যিক গ্যাসের দাম কমে ৮৯ টাকা এবং বর্তমানে আবার ১৭১ টাকা কমায় কলকাতায় দাম হলো ১৯৬০ টাকা বাণিজ্যিক সিলিন্ডারের।

রাষ্ট্রায়ত্ত সংস্থার বিরুদ্ধে সাধারণ মানুষ তাদের ক্ষোভ উগরে দিচ্ছে । বারেবারে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও রান্নার গ্যাসের দাম কমছেনা কেন! শেষ মার্চ মাসেও ৫০ টাকা দাম বেড়েছিল। কোনোদিনও কিছুটা দাম কমলেও আগে তা হতো অতি নগন্য।

বাণিজ্যিক গ্যাসের দাম কমার অর্থ আন্তজার্তিক বাজার থেকে সস্তাতেই গ্যাস কিনছে সংস্থা। কিন্তু সাধারণ মানুষের কথা সরকার ভাবছেনা। ভর্তুকিতেও কোনো বিশেষ ছাড় নেই। অনেক রাজ্যে এই ব্যাপারে কিছুটা ভর্তুকিতে ছাড় দিয়েছে কিন্তু বাংলাতে এমন কোনো প্রকল্প নেই।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link