lpg-gas-price-drop-in-west-bengal-july
Advertisement

কীভাবে মিলবে এই সুবিধা জানুন বিস্তারিত।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এলপিজি সিলিন্ডারের দাম। বাড়িতে রান্নার গ্যাসের ব্যবস্থা করতে নাভিশ্বাস ছুটে যাচ্ছে মধ্যবিত্তের। তবে এবার স্বস্তির হাওয়া মধ্যবিত্তের রান্নাঘরে। দেশবাসীর সুবিধার জন্য বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে এবার থেকে রান্নার গ্যাস কিনলেই মিলবে ২০০ টাকা ভর্তুকি। বলাই বাহুল্য এই সিদ্ধান্তে লাভবান হবেন দেশের কয়েক কোটি মানুষ। রান্নার গ্যাসের দাম মানুষের চোখের জল হয়ে ঝরছিল এতদিন ধরে। তবে এবার কিছুটা হলেও স্বস্তি পাবেন তারা।

Advertisement

একেই বিগত কয়েক বছরের রান্নার গ্যাসের দাম আকাশ ছুঁয়েছে। মানুষ আশা করে এই বুঝি গ্যাসের দাম কমলো। আর তাদের নিরাশ করে ৫০-১০০ টাকা করে দাম বাড়িয়ে যায় কেন্দ্রীয় সরকার। বেশ কয়েকদিন স্থিতিশীল থাকার পর এই ফেব্রুয়ারিতেই আবার দাম বেড়েছে গ্যাসের। উপরন্তু বিগত তিন বছর ধরে মিলতো না নিয়মিত ভর্তুকিও। স্বভাবতই সাধারণ মানুষের রোষের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। কিন্তু এই আবহে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে স্বস্তি দেবে সাধারণ মানুষকে।

Advertisement

স্বস্তির বৃষ্টির মধ্যেও অশনি সংকেত! আবারও বাড়বে তাপমাত্রা, জানুন কি জানালো আবহাওয়া অফিস।

নরেন্দ্র মোদী সরকারের তরফে জানানো হয়েছে আগামী এক বছর রান্নার গ্যাসে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়া হবে। কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, আগামী এক বছর সাধারণ মানুষ যারা গ্যাসে ভর্তুকির জন্য আবেদন করে রয়েছেন তারা প্রত্যেকবার এলপিজি সিলিন্ডার কিনলে ২০০ টাকা করে ভর্তুকি পাবেন। তবে মাথায় রাখবেন, যারা কেন্দ্রের উজ্জ্বলা যোজনায় আবেদন করেছেন তারাই এই সুবিধা পাবেন।

জানা যাচ্ছে প্রায় ১.৬ কোটি পরিবার সুবিধা পাবেন এই যোজনার। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী প্রতি বছর মাথাপিছু ১২টি গ্যাসে দেওয়া হয় ভর্তুকি। সুতরাং আপনিও যদি কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত হন তাহলে আপনিও প্রতিমাসে এলপিজি সিলিন্ডার কিনলে পেতে পারেন ২০০ টাকা ভর্তুকি।