lpg-gas-price-has-been-reduced-by-200-rupees

ভারতজুড়ে চলতে থাকে নানাবিধ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির কারণে সমগ্র ভারতের সাধারণ জনগণের ভোগান্তির শেষ নেই। তবে ভারতের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্যগুলির রাজ্য সরকারের পক্ষ থেকে বারংবার এই মূল্যবৃদ্ধি কমানোর চেষ্টা করা হচ্ছে। আর এবারে দেশব্যাপী চলতে থাকা এই মূল্যবৃদ্ধির আবহে সাধারণ মানুষকে খানিকটা হলেও সহায়তা করার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে বাড়িতে রান্নার ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের (LPG Gas) ভর্তুকি সংক্রান্ত এক বিশেষ ঘোষণা করা হলো, যার ফলে আগামী দিনে খানিকটা হলেও স্বস্তি পাবেন ভারতের সাধারণ জনগণ।

সমগ্র দেশের সাধারণ মানুষের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কার্যকর করা হয়েছিল। আর এবারে উজ্জ্বলা যোজনার আওতায় থাকা মহিলাদের এলপিজি সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার ঘোষণা করা হলো কেন্দ্রীয় সরকারের তরফে। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণেই কেন্দ্রীয় সরকারের তরফে এরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে একটি শর্ত আরোপ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক নির্দেশিকার মাধ্যমে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আওতায় থাকা নাগরিকরা ১ বছরে মাত্র ১২ টি এলপিজি সিলিন্ডারের জন্য এই ভর্তুকি পাবেন। যে সকল পরিবারে ১২ টি সিলিন্ডারের বেশি পরিমাণ সিলিন্ডার প্রয়োজন হবে তারা ওই অতিরিক্ত গ্যাস সিলিন্ডারগুলির জন্য উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকি পাবেন না। এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, এই ভর্তুকির টাকা সরাসরি উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।

রমজান উপলক্ষ্যে এই মাসে রেশন দোকান থেকে মিলবে অতিরিক্ত সামগ্রী। আপনি কি কি পাবেন জেনে নিন।

ভারতীয় জনতা পার্টির সদস্য অনুরাগ ঠাকুর এলপিজির ভর্তুকি সংক্রান্ত বিষয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিভিন্ন আন্তর্জাতিক ঘটনার কারণে বিশ্ববাজারে পেট্রোপণের মূল্যবৃদ্ধি হয়েছে। ফলত বিশ্বের অন্যান্য দেশের মতোই ভারতেও বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত এবং বাড়িতে রান্নার ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের (LPG Gas) মূল্যবৃদ্ধি হয়েছে। আর ভারতজুড়ে চলতে থাকা এই অর্থনৈতিক মন্দার আবহে সাধারণ জনগণকে খানিকটা আর্থিক সহায়তা প্রদানের জন্যই কেন্দ্রীয় সরকারের তরফে সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুতরাং, আপনিও যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী হয়ে থাকেন তবে আপনিও সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি পেতে চলেছেন।

এপ্রিলের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে চলেছেন অফিস কর্মী সহ ছাত্র-ছাত্রীরা। কবে কবে ছুটি জেনে নিন।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র এবং পিছিয়ে পড়া শ্রেণীর পরিবারগুলিকে সহায়তা করার জন্যই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কার্যকর করা হয়েছিল। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মহিলারা যাতে এলপিজির মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে রান্না করতে পারে তার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফে এরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী নির্দেশিকায়। এই যোজনার আওতায় মহিলারা প্রথম এলপিজি সিলিন্ডারটি এবং রান্নার ক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য দ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকেন।