নতুন বছরের শুরুতেই মধ্যবিত্তের জন্য রয়েছে আবারও এক নতুন আপডেট। মার্চ মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম (LPG Gas Price) বাড়ানো হলো দেশের অয়েল মার্কেটিং কোম্পানিগুলির তরফে।
ভারত জুড়ে চলতে থাকা মূল্যবৃদ্ধির কারণে ঘরে বাইরে সমস্ত দিক সামলে উঠতে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে ভারতবাসী নাগরিকদের। আর এমতাবস্থায় দেশের অয়েল মার্কেটিং কোম্পানিগুলির পক্ষ থেকে মার্চ মাসের একেবারে শুরুতেই পুনরায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Price) বাড়ানোয় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। ইতিপূর্বে বারংবার বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত সিলিন্ডারের দাম বাড়ানো হলেও, বাড়িতে রান্নার ক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম কোনোভাবেই বাড়ানো হয়নি। তবে এবারে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত সিলিন্ডারের পাশাপাশি দাম বাড়ানো হলো বাড়িতে রান্নার ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারেরও।
বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, ১৯ কেজির বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম ২৪ টাকা বাড়ানো হয়েছে। অন্যদিকে ১৪.২ কেজির বাড়িতে রান্নার ক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ৫০ টাকা। ইতিপূর্বে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৮৪৫ টাকা ৫০ পয়সা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১৮৬৯ টাকা ৫০ পয়সায়। অন্যদিকে ইতিপূর্বে ১৪.২ কেজির গৃহস্থ ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম ছিলো ১১২৯ টাকা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৭৯ টাকায়।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নয়া নিয়ম। না মানলে কোনোভাবেই পাওয়া যাবেনা টাকা।
খুব শীঘ্রই চলতি অর্থবর্ষ শেষ হতে চলেছে। আর নতুন অর্থবর্ষ শুরু হওয়ার পূর্বেই বাণিজ্যিক এবং গৃহস্থ ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে যথেষ্ট চিন্তায় রয়েছে অর্থনৈতিক মহলের কর্তারা। বিভিন্ন রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, গৃহস্থ ক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির ফলে একদিকে যেমন মধ্যবিত্তের রান্নাঘরের খরচ বেড়েছে, অন্যদিকে ঠিক তেমনভাবেই বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধি হওয়ায় রেঁস্তোরা থেকে শুরু করে ক্যাফে পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের খরচও বেড়েছে।
প্রকাশিত হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার সংশোধনী তালিকা। আপনার নাম চেক করুন
আর তাতেই একইসাথে বাণিজ্যিক এবং গৃহস্থ ক্ষেত্রের এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি হওয়ায় যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন ভারতের সাধারণ নাগরিকরা। এর পাশাপাশি আগামী মাস থেকে নতুন অর্থবর্ষ কার্যকরী হলে পুনরায় বাণিজ্যিক এবং গৃহস্থ ক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাবে কিনা তা নিয়েও যথেষ্ট চিন্তায় রয়েছে ভারতের সাধারণ জনগণ।