সমগ্র রাজ্যে ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে জীবনের প্রথম সবথেকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023)। আর এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে যথেষ্ট চিন্তা-ভাবনা কাজ করে। তবে এবারে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট খারাপ হলেও কোনো চিন্তা নেই, এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
আজ্ঞে হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষার ঠিক প্রথম দিনে অর্থাৎ ২৩শে ফেব্রুয়ারি সমগ্র রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩শে ফেব্রুয়ারি সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা আয়োজিত হওয়ার পর এক সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলার মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানিয়েছিলেন যে, পরীক্ষা খারাপ হলেও কোনো চিন্তা নেই, এ বিষয়টি তারা দেখে নেবেন।
শুধু এখানেই থেমে থাকেননি তিনি। এর পাশাপাশি সমগ্র রাজ্যে ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা যাতে ভালো হয় তার কামনাও করেছেন, এমনকী এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন তিনি। তবে “পরীক্ষা খারাপ হলে দেখে নেব” মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে সমগ্র রাজ্যের শিক্ষক, অভিভাবকদের মধ্যে যথেষ্ট তর্ক বিতর্ক এবং জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। এমনকী মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ছাত্র-ছাত্রীদের মধ্যেও নানাধরনের অনুমান কাজ করছে।
প্রকাশিত হলো পিএম কিষাণে টাকা দেবার ফাইনাল তারিখ। বিস্তারিত জেনে নিন
অনেকেই মুখ্যমন্ত্রী এই মন্তব্যের সঙ্গে বিগত দুই বছর ধরে চলতে থাকা করোনা অতিমারি পরিস্থিতি এবং তৎকালীন সময়ের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষাকে জুড়ে দিয়েছেন। অনেকেই আবার বিগত দুই বছরের মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যাকে তুলে ধরে রাজ্য সরকারকে দোষারোপ করেছেন। তবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী অথবা শাসকদলের তরফে এখনো পর্যন্ত কোনোরূপ স্পষ্ট মন্তব্য পাওয়া যায়নি, আর তাতেই প্রত্যেকদিন এই বিতর্ক ক্রমান্বয়ে বেড়ে চলেছে।
দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করলেই অ্যাকাউন্টে ঢুকবে ৫ হাজার টাকা। কেন্দ্র সরকারের নতুন প্রকল্প
প্রসঙ্গত উল্লেখ্য, বিগত ২৩শে ফেব্রুয়ারি রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে (Madhyamik Exam 2023) এবং আগত ৪ঠা মার্চ মাধ্যমিক শেষ হতে চলেছে। বিগত দুই বছরের নিয়মকে উপেক্ষা করে চলতি বছরে পুনরায় ছন্দে ফিরেছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। ফলত আগের নিয়ম অনুসারে চলতি বছরেও সম্পূর্ণ সিলেবাসেই ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত খবরে জানা গিয়েছে যে, আগামী মে মাসে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে পারে, যদিও শিক্ষা দপ্তরের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনোরূপ স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়নি।