madhyamik-exam-2023-important-update
Advertisement

আগামীকাল থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023)। এবছর মাধ্যমিক পরীক্ষার ওপর থেকে যেনো সমস্যা সরতেই চাচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন কারনে রুটিং বদল থেকে শুরু করে গ্রুপ-ডি কর্মীর চলে যাওয়া সমস্তই যেনো এবার মাধ্যমিকের সামনে বারংবার দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল।

Advertisement

অবশেষে সমস্ত কিছু সামলে নিয়ে যখনই মাধ্যমিকের পরীক্ষার্থীরা শান্তিতে পরীক্ষা দেওয়ার কথা ভেবেছে সেই সময়ই চোখের সামনে উঠে এলো আরো এক বাধা। গত সোমবার বিধানসভার বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পেশ করা হয়। যার খবর পাহাড়ে পৌঁছতেই পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে ২৩শে ফেব্রুয়ারী অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023) শুরুর দিন ১২ ঘন্টার বন্ধ ডাকে বিনয় তামাং।

Advertisement

ব্যাস ছাত্র-ছাত্রীদের কপালে আবারো চিন্তার ভাঁজ। কারন সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টায় বনধের ডাক দেওয়া হয়েছিল। এই সময় যদি বনধ হয়, তবে পাহাড়ের ছাত্র-ছাত্রী যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পরীক্ষার কি হবে? কালিম্পং এর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪৩৯ জন এবং পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৩৪ টি। অপরদিকে দার্জিলিংএ মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৩২৯ জন, মোট পরীক্ষা কেন্দ্র ৩৭ টি।

পিএম কিষাণ প্রকল্পের ট্যাটাস চেক করুন এই সহজ পদ্ধতিতে।

সে খবর দ্রুত পৌঁছে যায় মধ্যশিক্ষা পর্যদের কানে এবং তারপর বিভিন্ন তর্ক-বিতর্কের পর অবশেষে বিনয় তামাং এই বনধ স্থগিত রাখলেন। তিনি জানান মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখেই তিনি এই বনধ ডেকেছিলেন, বনধ হলেও মাধ্যমিক পরীক্ষার কোনোরকম ক্ষতি হতো না।

অপরদিকে পাহাড়ের মাধ্যমিক পরীক্ষার সংখ্যা কয়েক হাজার, অবশেষে বিনয় তামাং এর এই বনধ স্থগিত এর খবর শুনে তাদের চিন্তার ভাড় কমেছে। একই সঙ্গে চিন্তায় ছিলেন সেই সমস্ত ছাত্র-ছাত্রীর অভিভাবকেরাও।