রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, অভিভাবকদের মধ্যে যখন মাধ্যমিক নিয়ে ব্যস্ততা একেবারে তুঙ্গে ঠিক সেই সময়েই আগামী দিনে কবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (Madhyamik Exam Rusult) প্রকাশিত হতে পারে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত রুটিন অনুসারে, বিগত ২৩শে ফেব্রুয়ারি রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগত মার্চ মাসের ৪ তারিখে অর্থাৎ ৪ঠা মার্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতে চলেছে। পর্ষদের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী এই চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। বিগত দুই বছরের করোনা অতিমারির ভয়ংকর স্মৃতি ভুলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সহ ছাত্র-ছাত্রীরা শিক্ষাক্ষেত্রে থেকে শুরু করে কর্মক্ষেত্রে ধীরে ধীরে ছন্দে ফিরছেন।
আর তাতেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছিল যে, ২০২৩ সালে অর্থাৎ চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে গিয়ে দিতে হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের। তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় গাইডলাইনও একাধিক নির্দেশিকায় প্রকাশ করা হয়েছে পর্ষদের তরফে। তবে এবারে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পূর্বেই পর্ষদ সভাপতি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে (Madhyamik Exam Rusult) তা সম্পর্কিত এক বিশেষ তথ্য প্রকাশ্যে আনলেন।
আবাস যোজনার স্ট্যাটাসে আনা হলো বিরাট পরিবর্তন। আপনি অনুদানের টাকা পাবেন তো?
এদিন এক সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সমগ্র রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তার শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এর পাশাপাশি তিনি সমগ্র রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক এবং অভিভাবকদের উদ্দেশ্যে জানিয়েছেন যে, আগত মে মাসের শেষ সপ্তাহের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে। অর্থাৎ সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হয়ে যাবে।