পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জীবনের সবথেকে বড় পরীক্ষাটি হলো মাধ্যমিক পরীক্ষা, আর পর্ষদের তরফে এই মাধ্যমিক পরীক্ষার রুটিনে এক বিশেষ কারণবশত পরিবর্তন করা হয়েছে। ফলত কোনটি ফাইনাল রুটিন তা নিয়েই চিন্তিত পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীরা।
চলুন তবে মাধ্যমিক পরীক্ষার আসল রুটিন (Madhyamik Final Routine 2023) কোনটি জেনে নেওয়া যাক:-
রাজ্যের বিভিন্ন জেলার ছাত্র-ছাত্রীদের মধ্যে মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রস্তুতি রীতিমতো তুঙ্গে রয়েছে। তবে সমস্ত কিছুর পূর্বে পরীক্ষার ফাইনাল রুটিন কোনটি সেটা জানা আবশ্যক। নয়তো ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে। আর তাতেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিক পরীক্ষার ফাইনাল রুটিন (Madhyamik Final Routine 2023) নিয়ে ছাত্র-ছাত্রীদের যথেষ্ট সচেতন করা হয়েছে এবং এর পাশাপাশি এক নতুন নির্দেশিকা মারফত মাধ্যমিক পরীক্ষার ফাইনাল রুটিন সম্পর্কেও ছাত্র-ছাত্রীদের জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত এই নতুন নির্দেশিকায় মাধ্যমিক পরীক্ষার যে রুটিন প্রকাশ করা হয়েছে, তা হলো:-
প্রথম ভাষা:- ২৩শে ফেব্রুয়ারি, ২০২৩, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীরা প্রথম ভাষার পরীক্ষা দিতে চলেছেন।
দ্বিতীয় ভাষা:- ২৪শে ফেব্রুয়ারি, ২০২৩, মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ছাত্র-ছাত্রীদের দ্বিতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে।
ভূগোল:- ২৫শে ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে সমগ্র রাজ্যব্যাপী ছাত্র-ছাত্রীদের ভূগোল পরীক্ষার আয়োজন করা হবে বলেই জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে উঠে এলো বড়ো আপডেট। এখনই জেনে নিন।
জীবন বিজ্ঞান:- ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩, মঙ্গলবারে পরীক্ষার্থীদের জীবন বিজ্ঞান পরীক্ষা আয়োজিত হতে চলেছে বলেই জানানো হয়েছে পর্ষদের তরফে।
ইতিহাস:- ১লা মার্চ, ২০২৩ তারিখে ছাত্র-ছাত্রীদের ইতিহাস পরীক্ষা নেওয়া হবে বলেই জানানো হয়েছে।
গণিত:- ২রা মার্চ ২০২৩, মাধ্যমিক পরীক্ষার্থীদের গণিত অর্থাৎ অংক পরীক্ষা রয়েছে বলেই জানা গিয়েছে।
ভৌত বিজ্ঞান:- ৩রা মার্চ, ২০২৩, রাজ্য ব্যাপী ছাত্র-ছাত্রীদের ভৌত বিজ্ঞান পরীক্ষা রয়েছে।
ঐচ্ছিক বিষয়:- ৪ঠা মার্চ, ২০২৩, মাধ্যমিক পরীক্ষার একেবারে শেষ দিনে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে।
প্রকাশিত হলো আবাস যোজনা ২০২২-২০২৩ এর গ্রামীণ লিস্ট। আপনার নাম রয়েছে কিনা এখনই চেক করুন।
মাধ্যমিক পরীক্ষার্থীদের নতুন রুটিন সম্পর্কে জানানোর পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের তরফে আরো জানানো হয়েছে যে, এই চলতি মাসের শেষে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষে পশ্চিমবঙ্গে ছাত্র-ছাত্রীরা যে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন তাতে তারা প্রতিটি পরীক্ষার জন্য 3 ঘন্টা 15 মিনিট করে সময় পেতে চলেছেন। এছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, এই পরীক্ষাটি তাদের সম্পূর্ণ সিলেবাসে নেওয়া হবে এবং প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অবশ্যই অফলাইনে নির্দিষ্ট স্কুলে গিয়ে সমস্ত নিয়ম মেনে পরীক্ষা দিতে হবে।