Madhyamik Result 2023 (মাধ্যামিক ২০২৩)

Madhyamik Result 2023 – ২০ তারিখের মধ্যে মাধ্যামিকের রেজাল্ট, জানুন বিস্তারিত।

মাধ্যমিকের রেজাল্ট কবে (Madhyamik Result 2023) জানিয়ে দিল শিক্ষামন্ত্রী। মার্চে শেষ হয়েছে মাধ্যমিক। এখন শুধু দিন গোনার পালা কবে রেজাল্ট বেরোবে তাই নিয়ে। পর্ষদের তরফে আগে জানিয়ে দেওয়া হয়েছিল মে মাসের ২০ তারিখের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট বের করে দেওয়া হবে। মাধ্যমিকের খাতা দেখা শেষ হয়েছে অনেকদিন আগে তাদের ওয়েবসাইটে নাম্বার আপলোডের কাজও ইতিমধ্যেই শেষ হয়েছে।

কিন্তু কিছু দিন আগে জানা যায় গণিতের একটি ভুল প্রশ্ন ভুল এসেছিল তার জন্য যারা ঐ প্রশ্নটা করে এসেছিল তাদের প্রত্যেককে সম্পূর্ণ নাম্বার (Madhyamik Result 2023) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ। এর জন্যে কিছু পরিবর্তন নতুন ভাবে যুক্ত হয়েছে।

মে মাসে কোন কার্ডে মিলবে কি পরিমাণ ফ্রী রেশন, না জানলে জানুন এক্ষুনি।

কিছুটা সময় এতে পর্ষদ বেশি নিলেও তারা জানিয়ে দিয়েছে মে মাসের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2023) বের করে দেওয়া হবে। জীবনের প্রথম বোর্ড নিয়ে প্রত্যেক পরীক্ষার্থীই উচ্ছ্বসিত থাকে আবার কিছুটা ভয়েও থাকে। এরপর জীবনের রুপরেখা ঠিক হবে এই রেজাল্ট দেখে।

কোন পছন্দের পথে যাবে সেটা শুরু করতে হবে। রাজ্যে নতুন এডুকেশন পলিসি শুরু হচ্ছে এই বছর থেকে। পরের বছর থেকে মাধ্যমিকের নিয়মে বদল আসছে। প্রত্যেকেই অপেক্ষায় আছে কবে রেজাল্ট বেরোবে! সেশন শুরু হতে দেরি হবে না পর্ষদ জানিয়েছে।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link