রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা শুরু। রাজ্যে কয়েক লক্ষ ছাত্র-ছাত্রী এবছর তাদের জীবনের প্রথম বড়ো পরীক্ষায় বসতে চলেছে। দুবছর পর আবার পুরোনো পদ্ধতিতে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। তাই সমস্ত ছাত্র-ছাত্রীর মধ্যে এই পরীক্ষা নিয়ে উত্তেজনা তুঙ্গে।
কিন্তু এবার মাধ্যমিক নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়ম বদলেছে। প্রথম অবস্থায় মাধ্যমিক পরীক্ষা রুটিন প্রকাশিত হবার পর প্রথমেই মাধ্যমিক পরীক্ষার ইতিহাস পরীক্ষার ডেট পালটে দেওয়া হয়েছে সাগরদিঘি বিধানসভার উপ-নির্বাচনকে কেন্দ্র করে (Madhyamik Routine Change)। পুরোনো রুটিন অনুযায়ী ইতিহাস পরীক্ষা ২৭শে ফেব্রুয়ারী হবার কথা ছিল, কিন্তু নতুন রুটিন অনুযায়ী সেই পরীক্ষা ১লা মার্চ রাখা হয়েছে।
সকলে ভেবেছিল এখানেই হয়তো শেষ, কিন্তু গতকাল অর্থাৎ ৮ই ফেব্রুয়ারী পশ্চিমবঙ্গ অর্থদপ্তর থেকে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ পাবার পর এক নতুন বিতর্ক শুরু হয়েছে মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা নিয়ে (Madhyamik Routine Change)।
২৮শে ফেব্রুয়ারী এবছর মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা রয়েছে। কিন্তু অর্থদপ্তরের নতুন বিজ্ঞপ্তি অনুসারে, ২৭ তারিখ যে নির্বাচন রয়েছে সেখানে যেসমস্ত শিক্ষক ডিউটিতে যাবেন, তাদের যদি ২৭ তারিখ বাড়ি ফিরতে দেরি হয়, এবং এতোটাই দেরি হয় যে ২৮ তারিখ তারা কর্মক্ষেত্রে যোগ দিতে না পারেন; তবে সেই সমস্ত শিক্ষাকর্মীরা ২৮ তারিখ ছুটি নিতে পারবেন।
এই বিজ্ঞপ্তি প্রকাশ পাবার পরই সমস্ত ছাত্র-ছাত্রী সহ অভিভাবক মহল নড়েচড়ে বসেছেন। কারণ ২৮ তারিখ মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা রয়েছে এবং যদি শিক্ষাকর্মীরা ২৮ তারিখ নিজেদের কাজে যোগ দিতে না পারে তবে কিকরে সেই স্কুলে মাধ্যমিক পরীক্ষা পরিচালিত হবে?
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
মধ্যশিক্ষা পর্যদ থেকে এখনো পর্যন্ত কোনো নোটিশ জারি না করা হলেও সমস্ত ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ দেখা গিয়েছে। ২৮ তারিখ জীবন বিজ্ঞান পরীক্ষা সঠিক নিয়মে হবে? না তার তারিখও পরিবর্তন করা হবে? এখন সেটাই দেখবার বিষয়।