কি কি পরিবর্তন হতে পারে জানুন। বিস্তারিত।
মাধ্যমিকের সিলেবাস নিয়ে বড়ো পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। বাংলা মাধ্যমের একের পর এক স্কুল বন্ধ হয়েছে লকডাউনের পর। সেই নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিল শিক্ষামহল। এবার উষ্মা প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মাধ্যমিকে রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী কমে যাওয়াতে। অনেকদিন ধরেই দেখা যাচ্ছে শহরাঞ্চলের পড়ুয়াদের অধিকাংশ দিল্লী বোর্ডের স্কুলগুলিতে যাচ্ছে।
অনেকের মতেই বাংলা মিডিয়ামের স্কুলগুলির সিলেবাস অনেক পুরোনো মডেলের। সময়ের সাথে সর্বভারতীয় পরীক্ষাগুলি তাদের সিলেবাসে পরিবর্তন এনেছে। কিন্তু বাংলা বোর্ড তাদের সিলেবাস সেই পরিবর্তন আনেনি। উপরোন্তু কোনো পরীক্ষা দেওয়ার হলে তাদের আলাদা করে সেই সিলেবাস আবার কভার করতে হয়।
এই কারণে অনেক অভিভাবকই আর বাংলা মিডিয়ামে পড়াতে চাইছেনা। এনিয়ে কোর্টের মধ্যে তর্কালোচনা চলে কিছুক্ষণ ধরে। তাই অনেকেই আশা করছেন মুখ্যমন্ত্রী হয়তো সিলেবাসে কিছু পরিবর্তন আনতে চলেছেন মাধ্যমিকে। এমনিতেই রাজ্যে এইবছর থেকে নিউ এডুকেশন পলিসি শুরু হচ্ছে। স্নাতকে ভর্তি হলে চার বছরের কোর্স শুরু হয়েছে। হয়তো পরের বছর থেকে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের নিয়মেও সম্পূর্ণ পরিবর্তন আসবে।
মাধ্যমিক পাশে ভারতীয় রেলে বিশাল নিয়োগ, শুন্যপদ ৪৩৫০০, জানুন আবেদন পদ্ধতি।
নিউ এডুকেশন পলিসিতে মাধ্যমিকের কথা উল্লেখ নেই। প্রাইমারি থেকে সিস্টেমে পরিবর্তন আসছে সুতরাং মাধ্যমিকের সিলেবাস নতুন ভাবে অন্য বোর্ডের সাথে পাল্লা দিয়ে বানানো হবে। সিলেবাস কমিটি পরীক্ষামূলক পর্যবেক্ষনের ভিতর দিয়ে এর আগেও গেছে বারবার।