major-change-comes-out-in-sbi-rules
Advertisement

সবচেয়ে বৃহত্তম কমার্শিয়াল ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সবচেয়ে বেশি সংখ্যক গ্রাহক রয়েছেন এই ব্যাংকে। ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই ব্যাংকের গ্রাহক সংখ্যা কয়েক কোটির উপর। স্বভাবতই এসবিআই যদি নিজেদের ব্যাংকিং নিয়মে কোন পরিবর্তন আনে তাহলে সবচেয়ে বিপুল সংখ্যক গ্রাহক প্রভাবিত হন সেই সিদ্ধান্ত দ্বারা। এরকমই একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে সেই পরিবর্তন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে ঋণগ্রহীতাদের জন্যে।

Advertisement

যেরকম এত মানুষ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক ঠিক এরকমই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে লোনও নেন অনেক মানুষ। বাড়ি বানাতে কিংবা গাড়ি কিনতে কিংবা পড়াশোনা করতে অথবা ব্যবসার কারণে অনেকেই লোন নেন। কিন্তু সম্প্রতি এসবিআই ঋণের ওপর সুদের পরিমাণ বৃদ্ধি করেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে তারা তাদের ঋণের ওপর পাঁচ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধি করেছে। জানা যাচ্ছে এই নতুন নিয়ম কার্যকরী হবে ১৫ জুলাই ২০২৩ থেকে।

Advertisement

আরও পড়ুন:- বাংলার মুকেশ আম্বানিকে চেনেন? এনার সম্পত্তির পরিমাণ আপনাকে অবাক করবে!

শেষবার ১৫ই মার্চ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেঞ্চমার্ক প্রাইম ল্যান্ডিং রেট ৭০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছিল। এবার আবার সুদবৃদ্ধি করার কারণে এসবিআই-এর ওভারনাইট এমসিএলআর ৭.৯৫ থেকে বেড়ে দাঁড়ালো ৮%। ফলস্বরূপ মাসিক MCLR ৮.১০ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে হয়েছে ৮.১৫ শতাংশ। তিন মাসের ক্ষেত্রেও একই পরিমাণ বৃদ্ধি পেয়েছে MCLR। অন্যদিকে ছয় মাসের ক্ষেত্রে MCLR ৮.৪০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮.৪৫ শতাংশ।

এই সিদ্ধান্তের ফলে বার্ষিক MCLR ৮.৫০ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৫ শতাংশ। দুই বছরের MCLR ৮.৬০ শতাংশ থেকে ৮.৬৪ শতাংশে এবং তিন বছরের MCLR ৮.৭০ শতাংশ থেকে ৮.৭৫ শতাংশে বেড়েছে। সোজা ভাষায় বলতে গেলে এসবিআই এর গ্রাহকরা যেই সুদে ব্যাংকের থেকে ঋণ নিয়েছিলেন সেই সুদের হার বর্তমানে বৃদ্ধি পেতে চলেছে। কেউ যদি ঋণ নিয়ে থাকেন তাহলে তাকে মাসিক কিস্তি পূর্বের থেকে আরও বেশি পরিমাণ দিতে হবে। কত বেশি পরিমাণ দিতে হবে সেই সম্বন্ধে বিস্তারিত জানতে ব্যাংকের সঙ্গে সত্বর যোগাযোগ করুন।