বর্তমানে ভারতীয় নাগরিকদের যেকোনো কাজের জন্য আধার কার্ডের প্রয়োজন হয়ে থাকে, তা সে প্রাপ্তবয়স্ক নাগরিকদের ক্ষেত্রে হোক বা কিশোর-কিশোরীদের ক্ষেত্রে হোক। সরকারি হোক বা বেসরকারি যেকোনো স্কুলে খুদে সদস্যদের ভর্তি করার ক্ষেত্রে আধার কার্ড প্রয়োজন হয়েই থাকে, এছাড়াও কোভিডের টিকাকরণ হোক কিংবা রেশন কার্ড যেকোনো ক্ষেত্রেই প্রয়োজন আধার কার্ডের। আর তাই আপনার বাড়ির সবথেকে ছোট্ট সদস্যটিরও প্রাপ্তবয়স্ক সদস্যদের মতোই আধার কার্ড থাকা ভীষণ জরুরী।
তবে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে শিশুদের জন্য এক বিশেষ আধার কার্ড কার্যকরী করা হয়েছে যেটি নীল আধার কার্ড নামেও বিশেষভাবে পরিচিত। ৫ বছরের চেয়ে কম বয়সী শিশুদের এই নীল আধার কার্ড দেওয়া হয়ে থাকে। তবে এক্ষেত্রে অধিকাংশ অভিভাবকেরই প্রশ্ন হলো ঠিক কিভাবে শিশুদের ক্ষেত্রে প্রয়োজনীয় নীল আধার কার্ডের জন্য আবেদন করা সম্ভব। চলুন তবে আজকের এই পোস্টে জেনে নেওয়া যাক আপনার বাড়ির খুদে সদস্যটির আধার কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হবে:-
৫ বছরের চেয়ে কমবয়সী শিশুদের ক্ষেত্রে আবশ্যক এই নীল আধার কার্ড আবেদনের ক্ষেত্রে যেকোনো শিশুর অভিভাবককে তাদের নিকটবর্তী আধার সেবা কেন্দ্র বা আধার নথিভুক্তকরণ কেন্দ্রে যেতে হবে। এরপর আধার সেবা কেন্দ্র থেকে প্রয়োজনীয় ফর্মটি সংগ্রহ করে এবং সেটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি সহকারে ওই আধার সেবা কেন্দ্রে জমা করতে হবে। এরপর সমস্ত তথ্যগুলির ভেরিফিকেশন সম্পন্ন হলে শিশুটির ছবি তোলা হবে এবং অভিভাবককে শিশুটির আধার কার্ড দিয়ে দেওয়া হবে।
আবেদন করুন পারম্পরিক স্কলারশিপে এবং পেয়ে যান পড়াশোনার সমস্ত খরচ
তবে সরাসরি আধার কেন্দ্রে গিয়ে কাজটি না করলেও আপনি আপনার বাড়িতে বসেই নিজের মোবাইল ফোনের মাধ্যমে নীল আধার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে UIDAI-এর অফিসের ওয়েবসাইট https://uidai.gov.in/en/ এ যেতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে Book an Appointment অপশনে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে আরো একটি নতুন পেজ আসবে আর তাতে আপনি যে অপশনগুলি দেখতে পাবেন তার মধ্যে থেকে আপনাকে proceed to book appointment অপশনে ক্লিক করতে হবে। অপশনটিতে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে আপনাকে আপনার মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখতে হবে এবং ক্যাপচা কোডটি লিখে send otp অপশনে ক্লিক করতে হবে।
আপনার ফোনে ওটিপি আসলে সেটিকে নির্দিষ্ট স্থানে লিখে submit otp and proceed অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনি যে শিশুটির আধার কার্ড তৈরি করতে চাইছেন তার সম্পূর্ণ নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং ভারতের স্থায়ী বাসিন্দা নাকি নন-রেসিডেন্টাল ইন্ডিয়ান তা সঠিকভাবে লিখতে হবে এবং সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে শিশুটির পিতা মাতার নাম, ঠিকানা, যোগাযোগের বৃত্তান্ত সহ সমস্ত তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে এবং সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করতে হবে।
সবশেষে আপনার সামনে একটি পেজ আসবে যাতে আপনি ফর্মটি দেখতে পারবেন, ফর্মে সমস্ত তথ্য ঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে অ্যাপোয়েন্টমেন্ট নম্বর থাকবে এবং নিচে থাকা অপশন দুটির মধ্যে book an appointment অপশনে ক্লিক করতে হবে এবং আপনার নিকটবর্তী আধার কেন্দ্রটি সিলেক্ট করে নিজের পছন্দ অনুসারে তারিখ সিলেক্ট করে বুক করতে হবে। সবশেষে বুকিং কনফার্ম করার জন্য কনফার্ম অপশনে ক্লিক করতে হবে এবং এনরোলমেন্ট ফর্মটি প্রিন্ট করে নিয়ে আপনার নির্বাচিত আধার সেবা কেন্দ্রে যেতে হবে। এরপর আধার সেবা কেন্দ্রে আপনার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সবশেষে আপনাকে শিশুটির আধার কার্ড আপনাকে দেওয়া হবে।
এক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন যে, UIDAI-এর নিয়ম অনুসারে যেকোন শিশুর নীল আধার কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে শিশুটির পিতা এবং মাতা উভয়েরই আধার কার্ড থাকা প্রয়োজন নতুবা কোনভাবেই ওই শিশুর নাম নথিভুক্ত করা সম্ভব নয়। যদি কোন শিশুর পিতা অথবা মাতার আধার কার্ড না থেকে থাকে তবে ওই শিশুর অভিভাবককে প্রথমে নিজের আধার কার্ডের জন্য আবেদন জানাতে হবে এবং পরবর্তীতে আধার কার্ড হাতে পেলে নিজের সন্তানের আধার কার্ডের জন্য আবেদন জানাতে হবে।
নীল আধার কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. শিশুর বার্থ সার্টিফিকেট।
২. শিশুর পিতা মাতা অথবা অভিভাবকের আধার কার্ড।
৩. পিতা মাতার সাথে শিশুর সম্পর্কের প্রমাণপত্র।
৪. পরিচয়ের প্রমাণপত্র।
৫. পিতা মাতার স্থায়ী ঠিকানার প্রমাণপত্র।
প্রসঙ্গত উল্লেখ্য, পাঁচ বছর বা তার চেয়ে কম বয়সে শিশুদের আধার কার্ডটি নীল রংয়ের হওয়ার জন্য এটিকে নীল আধার কার্ড বলা হয়ে থাকে। UIDAI-এর নিয়ম অনুসারে ৫ বছর বা তার কমবয়সী শিশুদের ক্ষেত্রে কেবলমাত্র আধার কার্ড প্রযোজ্য হয়ে থাকে। শিশুর বয়স ৫ বছরের বেশি হলেই এই আধার কার্ডটির বায়োমেট্রিক আপডেট করতে হয়। পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের নীল আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট না করা হলে ওই আধার কার্ডের কোন মূল্যই থাকে না। সুতরাং, যেকোনো শিশুর বয়স ৫ বছর পেরিয়ে গেলে শিশুটির আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করতে হবে অর্থাৎ আঙ্গুলের ছাপ, মুখের ছবি ও চোখের স্ক্যান করানো আবশ্যক।