রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে কার্যকরী নিয়ম অনুযায়ী রিজার্ভ ব্যাংকের আওতাধীন যেকোনো ব্যাংকের অধীনে ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই KYC আপডেট করা বাধ্যতামূলক। অর্থাৎ ভারতে বসবাসকারী সাধারণ নাগরিকদের একটি নির্দিষ্ট সময় অন্তর ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করতেই হবে। এর অন্যথা হলে গ্রাহকদের নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হবে, এমনটাই জানানো হয়েছিল রিজার্ভ ব্যাংকের তরফে প্রকাশিত নির্দেশিকায়। আর এবারে রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা অনুসারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে KYC সংক্রান্ত এক বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আপনি কি জানেন, SBI -এর তরফে গৃহীত এই নতুন উদ্যোগের কারণে আগামী দিনে আপনার ব্যাংক অ্যাকাউন্টও বন্ধ হয়ে যেতে পারে।
কি এই নতুন উদ্যোগ?
আজ্ঞে হ্যাঁ, এমনটাই জানা গিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত তথ্যে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে SBI -এর গ্রাহকদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। তবে শুধু মাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের তরফে নয় সমগ্র ভারতে সাধারণ জনগণের তরফেই SBI -এর তরফে কার্যকরী এই নতুন পদক্ষেপ নিয়ে নানাধরনের প্রশ্ন তোলা হয়েছে। আর এই সমস্ত প্রশ্নের উত্তরে খোদ SBI -এর কর্তারা জানিয়েছেন যে, কেওয়াইসি সংক্রান্ত নিয়ম না মানার কারণে কিছু সংখ্যক গ্রাহকের অ্যাকাউন্টের লেনদেনের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে এসবিআই -এর কর্মকর্তাদের তরফে। SBI -এর এই নতুন পদক্ষেপের কারণে যেসমস্ত গ্রাহকরা বিদেশে থাকেন তাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছে বলেই জানানো হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট।
আরও পড়ুন:- নিজের জমি থাকলেও পিএম কিষাণ যোজনার টাকা পাবেন না। নতুন আপডেট সম্পর্কে জেনে নিন
KYC আপডেট নিয়ে SBI এর বক্তব্য কি?
প্রসঙ্গত উল্লেখ্য, কেওয়াইসি আপডেট না করার কারণে যেসমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে তারা ট্যুইটারের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নিজেদের সমস্যার কথা জানিয়েছেন। আর গ্রাহকের এই সমস্ত অভিযোগের উত্তরেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, যেসকল ভারতীয় নাগরিকের এসবিআই -এর আওতায় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং যারা এখনো পর্যন্ত এসবিআই -এর নিয়ম মেনে সঠিকভাবে কেওয়াইসি আপডেট করেননি তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই সমস্ত গ্রাহকরা আরও দাবি করেছেন যে, বিনা নোটিসে অ্যাকাউন্ট ফ্রিজ করার কারণে গ্রাহকদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
KYC আপডেট কিভাবে করবেন?
যদিও এই অভিযোগ মানতে নারাজ SBI -এর কর্মকর্তারা। গ্রাহকদের এই সমস্ত অভিযোগের উত্তরে এসবিআই -এর তরফে জানানো হয়েছে যে, বিভিন্ন চ্যানেলের মারফত কেওয়াইসি আপডেটের জন্য গ্রাহকদের জানানো হয়েছিল। তারপরেও যেসমস্ত গ্রাহকরা সঠিক নিয়ম মেনে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করেননি তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, পূর্বের কোনো তথ্য পরিবর্তন করার প্রয়োজন না হলেও কেওয়াইসি আপডেট করা আবশ্যক। KYC আপডেট করার জন্য আপনাকে SBI -এর শাখা থেকে কেওয়াইসি আপডেটের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি সংগ্রহ করতে হবে এবং তা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি সহকারে উক্ত ব্যাংকের যে শাখায় আপনার অ্যাকাউন্ট রয়েছে তাতে জমা দিয়ে আসতে হবে।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link
এছাড়াও আপনারা ব্যাংকের তরফে কার্যকরী ইমেইল অ্যাড্রেস -এর মাধ্যমেও ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করতে পারবেন। সুতরাং, আপনারও যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আওতায় অ্যাকাউন্ট থেকে থাকে তবে যতো দ্রুত সম্ভব কেওয়াইসি আপডেট করুন। নতুবা আপনার অ্যাকাউন্টটি SBI -এর তরফে ফ্রিজ করে দেওয়া হতে পারে।