many-ration-card-deactivate-has-been-started-check-your-ration-card

পশ্চিমবঙ্গ জুড়ে বর্তমানে দুয়ারে সরকারের ক্যাম্প নিয়ে যথেষ্ট উৎসুক হয়ে রয়েছেন রাজ্য সাধারণ মানুষ সহ শাসক দল। বিভিন্ন সূত্রের তরফে জানা গিয়েছে দুয়ারে সরকারের ক্যাম্পের প্রথম দিনেই খাদ্যসাথী প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করার জন্য সমগ্র রাজ্যের প্রচুর সংখ্যক মানুষ আবেদন জানিয়েছেন। তবে সমস্যায় এক্ষেত্রে নয়। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, যেসকল ব্যক্তিরা ইতিপূর্বে খাদ্য সাথী প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন অর্থাৎ যাদের নিজস্ব ডিজিটাল রেশন কার্ড রয়েছে তাদের এই সমস্ত রেশন কার্ড Deactive হয়ে যাচ্ছে (Ration Card deactivate)। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে যথেষ্ট সমস্যায় রয়েছেন রাজ্যব্যাপী খাদ্যসাথী প্রকল্পের আওতায় থাকা নাগরিকরা। ফলত এই বিষয়টি নিয়ে রাজ্য সাধারণ জনগণের মধ্যে প্রশ্নের অন্ত নেই।

আর এই সমস্ত প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে, আপনারা রাজ্য সরকারের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের ই-রেশন কার্ড ডাউনলোড করার মাধ্যমে জেনে নিতে পারবেন আপনার রেশন কার্ডটি Deactivate হয়েছে নাকি Active রয়েছে (Ration Card deactivate)। এর পাশাপাশি আপনারা খাদ্য এবং সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনার রেশন কার্ডের বর্তমান স্ট্যাটাস সম্পর্কে সরাসরি জেনে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার রেশন কার্ডটি বর্তমানে কি অবস্থায় রয়েছে তা জানার জন্য প্রথমে আপনাকে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ -এ যেতে হবে।

পরবর্তীতে হোম পেয়েছে থাকা RATION CARD অপশনের আওতায় থাকা Check The Status of Your Ration Card অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার রেশন কার্ড নম্বর, রেশন কার্ডের ক্যাটাগরি সহ ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে Search অপশনে ক্লিক করলে আপনি আপনার রেশন কার্ডের স্ট্যাটাস সম্পর্কিত সমস্ত তথ্য দেখতে পারবেন। এক্ষেত্রে আপনার রেশন কার্ডের স্ট্যাটাস Active থাকলে চিন্তা করার কোন কারণ নেই কিন্তু Deactive থাকলে আপনাকে কয়েকটি সহজ সরল পদ্ধতির মাধ্যমে পুনরায় নিজের রেশন কার্ডটিকে পুনরায় Active করতে হবে।

নতুন করে শুরু হলো যুবশ্রী প্রকল্পে আবেদন। আবেদন করলেই মিলবে ১৫০০ টাকা।

অন্যদিকে, এই পেজের একেবারে নিচের দিকে থাকা Download E Ration Card অপশনে ক্লিক করলে আপনি আপনার ই-রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। ই-রেশন কার্ডের একেবারে নিচের দিকে আপনার নাম, রেশন কার্ড নম্বর সহ অন্যান্য তথ্যের সাথে যদি সবুজ টিক চিহ্ন থাকে, তবে আপনার রেশন কার্ডটি Active রয়েছে। অন্যদিকে আপনার রেশন কার্ডে যদি লাল রঙের ক্রস চিহ্ন থাকে তবে আপনার রেশন কার্ডটি Deactivate রয়েছে। এভাবেই রেশন কার্ডের মাধ্যমে আপনি নিজের রেশন কার্ডটি active রয়েছে কিনা জেনে নিতে পারবেন।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

চলুন তবে জেনে নেওয়া যাক কোন পদ্ধতিতে আপনি আপনার রেশন কার্ডটিকে পুনরায় Active করতে পারবেন:-
১. আপনার রেশন কার্ডটি Deactivate থাকলে আপনার রেশন কার্ড সংক্রান্ত সমস্ত তথ্যের পাশে DO E-KYC নামক একটা অপশন থাকবে। আপনার রেশন কার্ডটি পুনরায় Active করার জন্য এই অপশনে ক্লিক করতে হবে।

২. পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা Link Aadhaar with Deactivated / Newly approved cards অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে পুনরায় যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সিলেক্ট করে Search বাটনে ক্লিক করতে হবে।

৩. উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে আপনার রেশন কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য চলে আসবে। এর পাশাপাশি এই পেজের নিচের দিকে দুটি অপশন থাকবে। আপনার রেশন কার্ডটি পুনরায় active করার জন্য আপনার আধার কার্ডটি রেশন কার্ডের সাথে লিংক করতে হবে। সুতরাং এক্ষেত্রে LINK AADHAAR AND MOBILE NUMBER অপশনটি নির্বাচন করতে হবে।

প্রকাশিত হলো কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী অনুদানের লিস্ট। আপনি টাকা পাবেন কিনা এখনই চেক করুন।

৪. এরপর উক্ত পেজের নির্দিষ্ট স্থানে আপনাকে আপনার আধার নম্বরটি সঠিকভাবে লিখতে হবে এবং send OTP অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার আধার নম্বরের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বরটিতে একটি OTP আসবে। ওই OTP টিকে সঠিক স্থানে লিখে SUBMIT অপশনে ক্লিক করতে হবে।

৫. উপরোক্ত অপশনে ক্লিক করলে প্রিভিউ -এর মাধ্যমে আপনাকে আপনার রেশন কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য দেখানো হবে। সমস্ত তথ্য ঠিক থাকলে VERIFY AND SUBMIT অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আপনার আধার এবং রেশন কার্ড লিঙ্ক করার পদ্ধতিটি সম্পন্ন হবে।

তবে এক্ষেত্রে নাগরিকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক করার মাধ্যমে আপনার রেশন কার্ডটি পুনরায় active করার ক্ষেত্রে আপনার আধার কার্ড এবং রেশন কার্ডের সমস্ত তথ্যে মিল থাকা অবশ্য প্রয়োজনীয়। আপনার রেশন কার্ড এবং আধার কার্ডের তথ্যগুলিতে মিল না থাকলে এই পদ্ধতিটি সম্পন্ন করা সম্ভব নয়। এক্ষেত্রে রেশন কার্ড হোক বা আধার কার্ড যেক্ষেত্রে আপনার তথ্যে ভুল রয়েছে সেটি সংশোধন করার পর পুনরায় এই পদ্ধতিটি সম্পন্ন করলে আপনার আধার কার্ডটি পুনরায় Active হয়ে যাবে।